প্রোটোকল ভেঙে ইসরাইলি প্রধানমন্ত্রীকে আলিঙ্গন মোদির
ইসরাইলের
প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে গিয়ে প্রোটোকলের তোয়াক্কা করলেন না
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেনিয়ামিন নেতানিয়াহু নয়াদিল্লির মাটিতে পা
রাখতেই সটান তাকে জড়িয়ে ধরেন মোদি। স্বাগত জানান নেতানিয়াহুর স্ত্রী
সারাকেও। ১৫ বছরে এই প্রথম কোনো ইসরাইলি প্রধানমন্ত্রী ভারত সফরে গেলেন। এর
আগে ২০০৩-এ শেষবার ভারত গিয়েছিলেন এরিয়েল শ্যারন। ভারতের কাছে ইসরাইলের
প্রধানমন্ত্রীর এবারের সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ। বেনিয়ামিনের সঙ্গে এসেছেন
অস্ত্র ব্যবসায়ীদের একটি বড় অংশই। আজ পর্যন্ত ভারতে একসঙ্গে এত বড় মাপের
অস্ত্র ব্যবসায়ীরা পা রাখেননি। ছ’দিনের ভারত সফরে আসার আগে টুইট করে
নেতানিয়াহু জানান, তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করতে
চলেছেন মোদির সঙ্গে। এদিন নেতানিয়াহু দিল্লিতে পা রাখতেই মোদিও আশা প্রকাশ
করেছেন, ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা-সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারতের
দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত হবে। এই কথা টুইট করেন মোদি। দুই রাষ্ট্রপ্রধান
রোববার প্রথমেই যান দিল্লির তিন মূর্তি মনুমেন্টে।
সেখানে ‘ব্যাটেল অফ
হাই’য় যে তিন ভারতীয় রেজিমেন্ট অসম সাহসিকতা দেখিয়েছিল, তার সদস্যদের
স্মৃতিতে মাল্যদান করেন দু’জনে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে তিন মূর্তি মার্গের
নাম হল তিন মূর্তি হাই মার্গ। রোববার রাতে মোদির আমন্ত্রণে নৈশভোজে যোগ
দেয়ার কথা রয়েছে নেতানিয়াহুর। ইতিমধ্যেই তিনি মোদির সঙ্গে কাটানো বেশ
কয়েকটি আন্তরিক মুহূর্তের ছবি শেয়ার করেছেন টুইটারে। তবে ইসরাইলের
প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে মোদিকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। কূটনীতি বা
‘ডিপ্লোমেসি’ নয়, রাষ্ট্রপ্রধানদের সঙ্গে মোদি ‘হাগ-প্লোমেসি’ করছেন বলে
একটি ভিডিও পোস্ট করে মোদিকে আক্রমণ করেছে কংগ্রেস। কেন্দ্রীয় মন্ত্রী
বাবুল সুপ্রিয়র অভিযোগ, মণিশঙ্কর আইয়ারের ‘নিচ’ বলে আক্রমণের পর ফের
শালীনতা লঙ্ঘন করল কংগ্রেস।
No comments