ভারতীয় সেনাদের হামলায় ৭ পাক সেনা নিহত
ভারতীয় সেনাবাহিনীর প্রতিশোধমূলক আক্রমণে সাত পাক সেনা নিহত হয়েছে। সোমবার জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার পুঞ্চ সেক্টরে এ ঘটনা ঘটে।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া।
এক টুইটবার্তায় পাক সরকারের তরফ থেকে কমপক্ষে চার সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শনিবার নিয়ন্ত্রণ রেখার রাজৌরি জেলায় পাকিস্তানি সেনাদের গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়। তারপরেই পাকিস্তানি সেনাদের ওপর পাল্টা হামলা চালায় ভারতীয় সেনারা।
এক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখার পুঞ্চ সেক্টরের জাগলোতি এলাকায় পাকিস্তানি সেনাদের ওপর প্রতিশোধমূলক হামলা চালিয়েছে সেনারা।
সোমবার সকালে সেনা দিবসের এক অনুষ্ঠানে ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত বলেন, আমাদের যদি বাধ্য করা হয় তবে আরো সামরিক পদক্ষেপ গ্রহণ করব।
জেনারেল রাওয়াত আরো বলেন, নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনারা ক্রমাগত সন্ত্রাসীদের সহায়তার চেষ্টা করছেন। তাদের একটি শিক্ষা দেওয়ার জন্য আমরা আমাদের শক্তি ব্যবহার করছি। পাকিস্তানের যে কোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপের কার্যকর প্রতিশোধ নেওয়া হবে। যে কোনো মূল্যে ভারতবিরোধী তৎপরতাকে সফল হতে দেবো না আমরা।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া।
এক টুইটবার্তায় পাক সরকারের তরফ থেকে কমপক্ষে চার সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শনিবার নিয়ন্ত্রণ রেখার রাজৌরি জেলায় পাকিস্তানি সেনাদের গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়। তারপরেই পাকিস্তানি সেনাদের ওপর পাল্টা হামলা চালায় ভারতীয় সেনারা।
এক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখার পুঞ্চ সেক্টরের জাগলোতি এলাকায় পাকিস্তানি সেনাদের ওপর প্রতিশোধমূলক হামলা চালিয়েছে সেনারা।
সোমবার সকালে সেনা দিবসের এক অনুষ্ঠানে ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত বলেন, আমাদের যদি বাধ্য করা হয় তবে আরো সামরিক পদক্ষেপ গ্রহণ করব।
জেনারেল রাওয়াত আরো বলেন, নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনারা ক্রমাগত সন্ত্রাসীদের সহায়তার চেষ্টা করছেন। তাদের একটি শিক্ষা দেওয়ার জন্য আমরা আমাদের শক্তি ব্যবহার করছি। পাকিস্তানের যে কোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপের কার্যকর প্রতিশোধ নেওয়া হবে। যে কোনো মূল্যে ভারতবিরোধী তৎপরতাকে সফল হতে দেবো না আমরা।
No comments