শীর্ষ জ্বালানি কর্মকর্তাদের নিয়ে হেলিকপ্টার সাগরে, নিহত ৬
ভারতে
শীর্ষ জ্বালানি কর্মকর্তাদের নিয়ে একটি হেলিকপ্টার সাগরে ভেঙ্গে পড়েছে।
এতে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় শনিবার ১০টা ২০ মিনিটে মুম্বাইয়ের জুহু থেকে
উড়ে আসা হেলিকপ্টারটি আরব সাগরে ভেঙে পড়ে। হেলিকপ্টারটিতে ভারতের
জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশনের শীর্ষ স্থানীয় কর্মকর্তারা
ছিলেন। জানা গেছে, জুহু থেকে ছেড়ে যাওয়া হেলিকপ্টারটি হাই নর্থ ফিল্ডের
দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু উড্ডয়নের ১৫ মিনিট পরই এয়ার ট্রাফিক কন্ট্রোলের
(এটিসি) সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দুপুর নাগাদ
হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। ওএনজিসির এক কর্মকর্তা জানান,
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। ১০টা ৫৮ মিনিটে
ওএনজিস-র নর্থ ফিল্ডে হেলিকপ্টারটি পৌঁছনোর কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে
গন্তব্যে না পৌঁছনোয় শুরু হয় অনুসন্ধান। তিনি জানান, মুম্বাইয়ের এটিসির
সঙ্গে হেলিকপ্টারটির শেষবার যোগাযোগ হয়েছিল ১০টা ৩৫ মিনিটে। এদিকে ওএনজিসির
সঙ্গে উদ্ধারকাজে যোগ দেয় নৌবাহিনী। হেলিকপ্টার ও নৌকা নিয়েও তল্লাশি শুরু
হয়। রোববার সকাল পর্যন্ত ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে ভারতীয় সংবাদ
মাধ্যমের খবরে বলা হয়েছে।
No comments