সিরিয়ায় আবারও রাসায়নিক হামলা
সিরিয়ার
রাজধানী দামেস্কের কাছাকাছি বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি এলাকায় সরকারি
বাহিনী কর্তৃক আবারও রাসায়নিক হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে এক শিশুসহ
দুইজন নিহত হয়েছে। খবর বিবিসির। বিবিসি খবরে বলা হয়েছে, দামেস্কের শহরতলীর
পূর্ব ঘাউতা এলাকায় সরকারি বাহিনী ও রাশিয়ান বাহিনীর মিসাইল হামলার পর
ক্লোরিন গ্যাসের গন্ধ পাওয়া গেছে। স্বাস্থ্যকর্মীরা জানান, হামলায় দুই জন
নিহত হয়েছে। আহত অপর ছয়জনকে শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি করা
হয়েছে। এর আগে গত বছর খান সেইখুন শহরে সারিন গ্যাস হামলায় ৮০ জনেরও বেশি
প্রাণ হারায়। সিরিয়া যুদ্ধ শুরু হওয়ার পরে বেশ কয়েকবার ক্লোরিন হামলার
অভিযোগ উঠেছে। তবে সবসময়ই এই অভিযোগ অস্বীকার করে আসছে সিরিয়া।
No comments