সরল ডায়ানার মূর্তি
লন্ডনের
অভিজাত ডিপার্টমেন্টাল স্টোর হ্যারডসে প্রিন্সেস ডায়ানা আর ডোডি
আল-ফায়েদের যে ব্রোঞ্জের মূর্তি ছিল তা সরিয়ে নেয়া হচ্ছে। প্রিন্সেস ডায়ানা
ও তার বন্ধু ডোডি ১৯৯৭ সালে প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার পর
হ্যারডসের তৎকালীন মালিক এবং ডোডির পিতা মোহাম্মদ আল-ফায়েদ এ যুগল ভাস্কর্য
স্থাপন করেছিলেন। ২০০৫ সালে স্থাপিত মূর্তিটি এখন আল-ফায়েদের কাছেই ফিরিয়ে
দেয়া হচ্ছে বলে ঘোষণা করা হয়েছে। খবর বিবিসির। আল-ফায়েদ ২০১০ সালে কাতারি
রাজপরিবারের কাছে হ্যারডস বিক্রি করে দেন ১৫০ কোটি পাউন্ডে। মূর্তিটির নাম
দেয়া হয়েছিল ‘ইনোসেন্ট ভিকটিমস’ (নির্দোষ শিকার) এবং এতে একটি ডানা মেলে
দেয়া পাখির নিচে ওই যুগলকে নৃত্যের ভঙ্গিমায় তুলে ধরা হয়। হ্যারডসের
ব্যবস্থাপনা পরিচালক মাইকেল ওয়ার্ড বলেন, মূর্তিটি আল-ফায়েদের কাছে ফিরিয়ে
দেয়ার এটাই উপযুক্ত সময়। কারণ কেনসিংটন প্রাসাদে এখন যে নতুন স্মৃতিস্তম্ভ
নির্মিত হবে সেখানে গিয়ে সম্মান দেখাতে পারবেন সাধারণ মানুষ।
No comments