দক্ষিণখানে যমুনা ইলেকট্রনিক্সের শো-রুম উদ্বোধন
রাজধানীর দক্ষিণখানে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের শো-রুম উদ্বোধন করা হয়েছে। দক্ষিণখান থানার মূল সড়কের চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এ শো-রুমে যমুনা ইলেকট্রনিক্স উৎপাদিত টিভি, ফ্রিজ, এসি, মোটরসাইকেল, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক আয়রন, ফ্যানসহ সব পণ্য পাওয়া যাবে। এফআর ইলেকট্রনিক্সকে দক্ষিণখানে যমুনার পণ্য বিপণনের জন্য পরিবেশক হিসেবে অনুমোদন দেয়া হয়েছে। বুধবার শো-রুম উদ্বোধন উপলক্ষে কেসি কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণখানের বিশিষ্ট ব্যবসায়ী মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যমুনা ইলেকট্রনিক্সের সহকারী মহাব্যবস্থাপক হুমায়ুন কবির।
No comments