সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ : গ্রেফতার ১
রাজধানীর ডেমরায় ৪ বছরের শিশুকে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে ডেমরা থানায় ধর্ষক আবদুল কাদেরের (২৭) বিরুদ্ধে মামলা করেন ওই গৃহবধূ। পরে ওই রাতেই থানা পুলিশ ডেমরার কোনাপাড়া এলাকা থেকে লম্পট কাদেরকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে আদালতে পাঠায়। সে লক্ষ্মীপুরের রায়পুর থানার সাগররদী গ্রামের মধু মিয়ার ছেলে। বর্তমানে কাদের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি গ্রামের নবাব হাজীর বাড়ির ভাড়াটিয়া। ধর্ষিতার বরাত দিয়ে ডেমরা থানার অপারেশন অফিসার স্নেহাশীষ রায় যুগান্তরকে জানান, ধর্ষক আবদুল কাদের পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। ধর্ষিতার স্বামীর সঙ্গে পূর্বপরিচয়ের সুবাদে কাদের তাদের বাড়িতে আসা-যাওয়া করত। বেশির ভাগ সময় টিভি, ফ্রিজ ও অন্যান্য ইলেকট্রিক জিনিস ঠিক করার সুবাদেও ছিল তার আসা-যাওয়া। ধর্ষিতার স্বামীকে ব্যবসার কাজে দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করতে হয়। কাদের এই সুযোগে বাড়িতে এসে ভুক্তভোগী ওই গৃহবধূকে কু-প্রস্তাব দিতে থাকে এবং তার ৪ বছরের ছেলেকে নিয়ে হত্যার ভয়ভীতি দেখিয়ে কৌশলে ধর্ষণ করে। এভাবে ৩ মাস ধরে বিভিন্ন সময়ে মেয়েটি ধর্ষণের শিকার হয়। এক পর্যায়ে ৫ আগস্ট তার মা মেয়ের বাড়িতে বেড়াতে এলে ধর্ষককে দেখতে পান। এ সময় কাদের দৌড়ে পালিয়ে গেলে পরে মেয়েটি তার মায়ের কাছে তার দুর্দশার সব কথা খুলে বলেন। পরে বিষয়টি ধর্ষিতার স্বামীকে জানানো হয়।
No comments