আটক ব্যক্তি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মামুন মিয়া (৩৫) ওই গ্রামেরই বাসিন্দা। এর আগে বুধবার বিকেলে তাকে গ্রেফতার করা হয় বলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা। ওসী জানান, গতকাল বুধবার গভীর রাতে সরাইল উপজেলার দেওড়া গ্রামে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ওসি আরো জানান, একটি মামলায় বিকেলে পুলিশ মামুনকে গ্রেপ্তার করে। পরে রাতে তাঁকে নিয়ে দেওড়া গ্রামে অভিযানে যায় পুলিশ সদস্যরা। এ সময় সেখানে ওত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুড়ে। তখন মামুন নিহত হন। আজ বৃহস্পতিবার সকালে মামুনের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে নিহতের স্ত্রী তানিয়া সাংবাদিকদের কাছে দাবি করেন, তাঁর স্বামীর নামে তেমন কোনো অভিযোগ নেই।
No comments