ভারতে 'আনসারুল্লাহ'র আরও এক সদস্য গ্রেফতার
ভারতে সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত সন্দেহে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হন রেজাউল আহমেদ নামের ওই ব্যক্তি। খবর এনডিটিভির। পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, রেজাউল বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। সে জাল নোট ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিল। পশ্চিমবঙ্গ পুলিশ এক মামলায় তাকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল। আটকের সময় রেজাউল নেপালে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে জানায় পুলিশ। পরে তাকে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দেয়া হয়। গত সপ্তাহে উত্তর প্রদেশে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে আরও একজনকে গ্রেফতার করা হয়।
No comments