দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশী নিহত
দক্ষিণ আফ্রিকার মালেতে সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছেন। তার নাম রাসেল (৩৮)। নোয়াখালীর সেনবাগে তার বাড়ী। বুধবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। রাশেল সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির ডোমনাকান্দি গ্রামের আবদুর রাজ্জাক খানের পুত্র। নিহত রাসেলের ভাই সারোয়ারুল আলম খান সারু গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত রাসেলের লাশ ওই দেশের আনুষ্ঠানিকতা শেষে দেশে আনতে কয়েক দিন সময় লাগবে। রাত ১২টারদিকে তার মৃত্যুর সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে ডোমনাকান্দি সহ আশপাশে এলাকায় আত্বীয় স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। একমাত্র সন্তান কে হারিয়ে পিতা মাতা ও স্বজদের মাঝে শুরু শোকের মাতম।
No comments