রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার রাত ১০টা থেকে ২টার মধ্যে কাওলা, উত্তরা ও মিরপুরে দুর্ঘটনাগুলো ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া জানান, রাত ১২টার দিকে কাওলা এলাকায় ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীকে একটি গাড়ি চাপা দেয়। পরে বিমানবন্দর থানার এএসআই জাহাঙ্গীর তাকে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে রাত ২টার দিকে হাবিবুর রহমান হাবু নামে চৌদ্দ বছরের এক কিশোরকে হাসপাতালে আনা হলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওই কিশোর তুরাগ থানা এলাকায় একটি জর্দা ফ্যাক্টরিতে কাজ করত। রাতে উত্তরা ১ নম্বর সেক্টরে গাড়ির ধাক্কায় আহত হয় সে। এদিকে মিরপুরের শাহআলী থানার মাজার রোডে ট্রাক চাপায় হাবিবুর রহমান নামে ২৫ বছর বয়সী এক শ্রমিকের মৃত্যু হয়েছে। হাবিব সাভারের হেমায়েতপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে এসআই বাচ্চু জানান।
No comments