'গরুচোর' সন্দেহে গণপিটুনিতে নিহত ৪
নোয়াখালীতে 'গরুচোর' সন্দেহে গণপিটুনিতে ৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোররাতের দিকে সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভোরের দিকে ঘটনাস্থলের কিছু দূরে একই সন্দেহে আরও দুই ব্যক্তিকে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে পুলিশ তাদের উদ্ধার করে। চরজব্বর থানার ওসি নিজাম উদ্দিন গণপিটুনিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি। তিনি গণমাধ্যমকে জানান, ওই গ্রামে কদিন ধরেই গরু চুরি হচ্ছিল। চুরিরোধে এলাকাবাসী রাত জেগে পাহারার ব্যবস্থা করে। বৃহস্পতিবার ভোরের দিকে পিকআপে করে সাত-আটজন লোক ওই এলাকায় গেলে এলাকাবাসী তাদের ঘেরাও করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এছাড়া আরও দুইজন আহত হয়েছে জানিয়ে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ তাদের আহতদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে পাঠিয়েছে। নিহত চারজনের লাশও একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
No comments