কেটে ফেলা হয়েছে শাহীনের ডান হাত অবস্থা আশঙ্কাজনক
সিলেটে ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম ছাত্রলীগ কর্মী তাহসান আহমদ শাহীনের ডান হাত কেটে ফেলা হয়েছে। বড় ভাই ফাহিম আহমদ জানান, শাহীনের ডান হাতের কনুই পর্যন্ত কেটে ফেলা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এদিকে, শাহীনের ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ১১ জনকে আসামি করে মামলা করা হয়েছে। পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন শাহীনকে বুধবার দেখতে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক। এর আগে তাকে দেখতে যান ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। তাদের কাছে আর্থিক সমস্যার কথা জানিয়েছেন ফাহিম। অধিক রক্তক্ষরণের ফলে শাহীনের অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে না বলে তার পরিবারকে জানিয়েছেন চিকিৎসকরা। বুধবার পর্যন্ত শাহীনের শরীরে ৮ ব্যাগ রক্ত দেয়া হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে সিলেট মহানগর ছাত্রলীগ নেতারা জামায়াত-শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান। হামলার সঙ্গে জড়িত জামায়াত-শিবির কর্মী ও মদদদাতা শিক্ষকদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা। সিলেট জেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাছিত রুম্মান। তারা বলেন, জামায়াত-শিবির প্রতিরোধে ১৭ আগস্ট সিলেটে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলন শেষে বিকালে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও চৌহাট্টা পয়েন্টে সমাবেশ করে ছাত্রলীগ। জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, এসব কর্মসূচিতে আসার কথা বলেও আওয়ামী লীগের অনেকেই আসেননি। তারা জামায়াত-শিবিরের সঙ্গে ঘর-সংসার, ব্যবসা করছেন। তাদের জামায়াতের চর আখ্যা দিয়ে তাদের প্রতি ধিক্কার জানান বক্তারা। এদিকে, শামীম ও আসিফের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে প্রশাসনকে দেয়া ছাত্রলীগের ২৪ আলটিমেটাম গত রাত ২টায় শেষ হয়েছে।
সোমবার সিলেটে জালালাবাদ কলেজের ছাত্রলীগ কর্মী শাহীন আহমদ ও আবুল কালাম আসিফের ওপর হামলার ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় জামায়াত-শিবিরের ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়। আবুল কালাম আসিফের ভাই আবুল কালাম আজাদ বাদী হয়ে সাতজনের নামোল্লেখ করে মামলা করেন। তারা হলেন- নগরীর সবুজবাগ এলাকার আক্কাছ আলী, সোনারপাড়ার আবদুল ফাত্তাহ, উপশহরের এবাদুর রহমান, আকিব, সাকিব, তাহমিদ ও জাবেদ। এছাড়া অজ্ঞাত আরও ৪ জনকে আসামি করা হয়েছে। যুগান্তরকে এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার জেদান আল মুসা বলেন, আসামিদের বাসা-বাড়িতে দফায় দফায় অভিযান চালালেও এজাহারভুক্ত কাউকে পাওয়া যায়নি। আসামিরা আত্মগোপনে চলে গেছে। ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ : ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার জানান, সিলেটে ছাত্রলীগ কর্মী শাহীন আহমদ ও আবুল কালাম আসিফের ওপর দুর্বৃত্তের হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। বুধবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।
No comments