রাজধানীতে যুবক খুন
ঢাকার মোহাম্মদপুরে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। বুধবার রাত ১টার দিকে চান মিয়া হাউজিং এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান জানান, মো. তসির নামের ২৮ বছর বয়সী ওই যুবকের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, ওই এলাকার ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তসিরকে ছুরি মেরে পালিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে নেওয়া হলে চিকিৎসক তসিরকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, কেবল টিভির ব্যবসায় থাকা একটি গ্রুপের সঙ্গে সে কাজ করত বলে জানতে পেরেছি। ওই ব্যবসায় বিরোধের জেরেই তাকে খুন করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
No comments