পরমাণু ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম সাবমেরিন কিনছে ইসরাইল
ইসরাইল জার্মানির কাছ থেকে পরমাণু ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম তিনটি সাবমেরিন কিনছে। বিতর্কিত এ চুক্তিকে অনুমোদন দিয়েছে জার্মানির জাতীয় নিরাপত্তা পরিষদ। জার্মান সাপ্তাহিক ডার স্পেইগেল কোনো সূত্র উল্লেখ না করে এ সংবাদ দিয়েছে। খবরে আরো বলা হয়েছে, দেড়শ কোটি ডলার ব্যয়ে জার্মানির কাছ থেকে ইসরাইল যেসব সরঞ্জাম কিনবে তার মধ্যে ডলফিন শ্রেণির তিনটি সাবমেরিন রয়েছে। এসব সাবমেরিন তৈরি করবে জার্মানির থাইসেনক্রুপ মেরিন সিস্টেম। প্রতিটি সাবমেরিন ১৬টি টর্পেডো বহন করতে পারবে।
এছাড়া, একটি সাবমেরিন থেকে ছোঁড়ার উপযোগী ক্রুজ ক্ষেপণাস্ত্র থাকবে এতে। দেড় হাজার কিলোমিটার পাল্লার এ ক্ষেপণাস্ত্র ২০০ কিলোটন পরমাণু বোমা বহন করতে পারে। ইসরাইলের কাছে ডলফিন শ্রেণির পাঁচটি সাবমেরিন রয়েছে। সাবমেরিন কেনায় দুর্নীতি হয়েছে বলে এর আগে ইসরাইলি সংবাদ মাধ্যমে খবর বের হয়েছে। দুর্নীতির সাথে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জড়িত বলেও আভাস দেয়া হয়েছিল।
No comments