সেলফি তুলতে গিয়ে জীবন গেল স্কুলছাত্রের
চুয়াডাঙ্গায় সেলফি তুলতে গিয়ে নাগরদোলা থেকে পড়ে ইশতিয়াক আহমেদ রিদু নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় জেলা শহরের পুলিশ পার্কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইশতিয়াক আহমেদ রিদু চুয়াডাঙ্গা কোর্টপাড়ার অ্যাডভোকেট ইমতিয়াজ হোসেন উজ্জ্বলের একমাত্র সন্তান। সে চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। নিহত রিদুর সঙ্গে নাগরদোলায় থাকা বন্ধুরা বলেছে, রিদু চলন্ত নাগরদোলায় দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পড়ে মারা যায়। নিহত রিদুর সঙ্গে থাকা তার আত্মীয় নিথিলা পারভীন জানান, রিদু তার কয়েকজন বন্ধু ও আত্মীয় মিলে পুলিশ পার্কে যায়। সন্ধ্যা ৬টায় পুলিশ পার্কের নাগরদোলায় ওঠে তারা। রিদু চলন্ত নাগরদোলায় দাঁড়িয়ে সেলফি তুলতে যায়। এ সময় অসাবধানতাবশত সে নাগরদোলা থেকে পড়ে যায়। এতে নাগরদোলার লোহার রডে আঘাত লেগে রিদু আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক যুগান্তরকে জানান, নাগরদোলার কোনো ত্রুটির কারণে নয়, চলন্ত নাগরদোলায় দাঁড়ানোর কারণেই রিদু পড়ে গিয়ে মারা যায়।
No comments