বালিয়াকান্দিতে সন্তানকে বাচাঁতে মায়ের আকুতি
রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের জাবরকোল গ্রামের মৃত আব্দুর রব শেখের ছেলে আব্দুল আওয়াল হৃদয় (২৮) দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছেন। দরিদ্রতার কষাঘাতের কারণে এখন ধনবানদের দ্বারে দ্বারে ঘুরছে বৃদ্ধা মা হোসনে আরা বেগম। প্রিয় সন্তান অর্থের অভাবে চোখের সামনে চলে যাবে না ফেরার দেশে তা তিনি মানতে পারছেন না কোন ভাবেই। তাই তিনি সমাজের সামর্থবানদের কাছে তার সন্তানের চিকিৎসার জন্য সাহায্যে চেয়েছেন। কিডনী রোগে আক্রান্ত আব্দুল আওয়াল হৃদয়ের মা হোসনে আরা বেগম জানান, তার ছেলে দীর্ঘ দিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলো। হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল , সাভারের এনাম মেডিকেল ও সর্বশেষ জাতীয় কিডনি ইন্সটিটিউট নেওয়া হয়। বর্তমানে সে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ সোয়েব নোমানীর তত্বাবধায়নে রয়েছে। এখন তার দু’টি কিডনিই নষ্ট হয়ে গিয়েছে। ডাক্তার বলেছে কিডনি প্রতিস্থাপন করলে তাঁকে বাঁচানো সম্ভব। হৃদয়ের বড় ভাই মোঃ আব্দুল আলিম জানান, তার ভাই সাভারের হেমায়েতপুরের একটি গার্মেন্টস এর শ্রমিক ছিল। তার ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। ছোট ভায়ের চিকিৎসাবাবদ প্রতিদিন প্রায় ৪-৫ হাজার টাকা খরচ হচ্ছে। এতো টাকা আমাদের যোগাড় করা সম্ভব হচ্ছে না । ১৬ কোটি মানুষের দেশে কয়েক লক্ষ টাকার জন্য আমার প্রিয় ভাইকে হারাবো তা কোন ভাবেই মেনে নিতে পারছি না। যদি কোন সহৃদয়বান ব্যক্তি সাহায্যে করেন তাহলে হয়তো আমার ভাই অকালে মারা যাবে না। সাহায্যে পাঠানোর ঠিকানা- বিকাশ নাম্বার ০১৯৬৪-৬০১১৩৬ (বড় ভাই) ও সঞ্চয়ী হিসাব নং-৮০৪০, কৃষি ব্যাংক, বালিয়াকান্দি শাখা, রাজবাড়ী।
No comments