কুষ্টিয়ায় 'জঙ্গি আস্তানা', সুইসাইড ভেস্টসহ ৩ নারী আটক
কুষ্টিয়ার ভেড়ামারা শহরের একটি টিনসেডের এক তলা বাড়ি 'জঙ্গি আস্তানা' সন্দেহে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার গভীর রাতে বামনপাড়া তলতলা মসজিদের পাশে ওই বাড়িটি ঘিরে অভিযান চালায় কাউন্টার টেররিজম ও কুষ্টিয়া জেলা পুলিশ। এসময় সুইসাইড ভেস্ট পরিহিত অবস্থায় এক নারী জঙ্গিসহ তিন নারীকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে কিছু বিস্ফোরক দ্রব, একটি অত্যাধুনিক পিস্তল ও হাতবোমা উদ্ধার করা হয়েছে। ভেতরে প্রচুর বিস্ফোরকদ্রব্য ও সুইসাইড ভেস্ট রয়েছে আশংকা করছে পুলিশ। এদিকে এই অভিযানে অংশ নিতে ঢাকা থেকে কাউন্টার টেররিজমমের আরেকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে। পুলিশের দাবি, জঙ্গি আস্তানার বাড়ির মালিকের নাম মাসুদ। গ্রেফতারকৃত তিনজন জঙ্গি নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বর্তমানে নিউ জেএমবির আমির আইয়ুব আলী ওরফে সজিবের স্ত্রী তিথি ও নিউ জেএমবির সেকেন্ড ইন কমান্ড’র স্ত্রী সুমাইয়া ও অজ্ঞাত একজন নারী রয়েছে। কুষ্টিয়া পুলিশ সুপার এস এম মেহেদী হাসান জানিয়েছেন, রাত ১২টার দিকে তারা খবর পায় কুষ্টিয়া ভেড়ামারা তালতলা মসজিদের পাশে একটি বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ভেড়ামারা পুলিশ, র্যাব, কুষ্টিয়া পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ টিম সেখানে অবস্থান নেয়। এদিকে অভিযানে অংশ নিতে কাউন্টার টেররিজম ইউনিটকে খবর দিলে তাদের একটি দল রাত ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট যৌথভাবে বাড়ির দিকে মুভ করলে একজন নারী সুইসাইড ভেস্ট পরিহিত অবস্থায় পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়। বোমাটি বিস্ফোরিত হওয়ার আগেই তাকে ধরে ফেলা হয় বলে পুলিশের দাবি। পরে পর্যায়ক্রমে আরও দুই জন নারীকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা। বর্তমানে বাড়ির আশপাশের এলাকা থেকে সাধারণ জনগণকে সরিয়ে দেয়া হয়েছে। তবে কখন আবার অভিযান চালানো হবে সে বিষয়ে পুলিশ কিছুই জানায়নি।
No comments