ফোনের ফাইলে পাসওয়ার্ড দেয়া ও ব্রাউজ একই অ্যাপে
মোবাইলে থাকা ফাইলগুলো ব্রাউজ করতে ফোনে ডিফল্ট ফাইল ম্যানেজার ইন্সটল থাকে। তবে এতে অনেক প্রয়োজনীয় ফিচার থাকে না। তবে আপনার ফোনে সলিড এক্সপ্লোরার অ্যাপটি ইন্সটল করা থাকলে ফাইল নিয়ন্ত্রণের কাজ অনেক সহজে করে নেয়া যাবে। একনজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো
* অ্যাপটি ব্যবহার করে ফোনে থাকা যে কোনো ফাইলে পাসওয়ার্ড দেয়া যাবে।
* ফোনে ফিঙ্গারপ্রিন্ট সুবিধা থাকলে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ফাইলের নিরাপত্তা দেয়া যাবে।
* ম্যাটেরিয়াল ডিজাইনে অ্যাপটির ইউজার ইন্টারফেস দেখতে বেশ।
* ফোনে থাকা ফাইল ব্রাউজ করার জন্য দুটি আলাদা প্যানেল রয়েছে এতে।
* অ্যাপটির বাম পাশের মেন্যুতে ইন্টারনাল স্টোরেজ, মেমোরি কার্ডের পাশাপাশি গুগল ড্রাইভ বা ড্রপবক্সের মতো ক্লাউড সেবাগুলোর জায়গা ও ফাইল দেখে নেয়া যাবে। অ্যাপটির মাধ্যমে সহজেই কোনো ফাইল যে কোনো ফোল্ডারে কপি পেস্ট করা যাবে।
* ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো অ্যাপটি কাস্টমাইজ করে থিম, রং নির্বাচন করতে পারবেন।
সম্পূর্ণ অফলাইনে ব্যবহার করা যাবে অ্যাপটি। তাই একবার ডাউনলোডের পর আবারও এটি ব্যবহার করতে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না। অ্যাপটি গুগল প্লেতে এ পর্যন্ত ১০ লাখের অধিক ডাউনলোড হয়েছে। ৪.৬ রেটিং প্রাপ্ত অ্যাপটি বিনা মূল্যে https://play.google.com/ store/apps/ details?id= pl.solidexplorer2 এ ঠিকানা থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। -সূত্র : টেকশহর
* অ্যাপটি ব্যবহার করে ফোনে থাকা যে কোনো ফাইলে পাসওয়ার্ড দেয়া যাবে।
* ফোনে ফিঙ্গারপ্রিন্ট সুবিধা থাকলে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ফাইলের নিরাপত্তা দেয়া যাবে।
* ম্যাটেরিয়াল ডিজাইনে অ্যাপটির ইউজার ইন্টারফেস দেখতে বেশ।
* ফোনে থাকা ফাইল ব্রাউজ করার জন্য দুটি আলাদা প্যানেল রয়েছে এতে।
* অ্যাপটির বাম পাশের মেন্যুতে ইন্টারনাল স্টোরেজ, মেমোরি কার্ডের পাশাপাশি গুগল ড্রাইভ বা ড্রপবক্সের মতো ক্লাউড সেবাগুলোর জায়গা ও ফাইল দেখে নেয়া যাবে। অ্যাপটির মাধ্যমে সহজেই কোনো ফাইল যে কোনো ফোল্ডারে কপি পেস্ট করা যাবে।
* ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো অ্যাপটি কাস্টমাইজ করে থিম, রং নির্বাচন করতে পারবেন।
সম্পূর্ণ অফলাইনে ব্যবহার করা যাবে অ্যাপটি। তাই একবার ডাউনলোডের পর আবারও এটি ব্যবহার করতে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না। অ্যাপটি গুগল প্লেতে এ পর্যন্ত ১০ লাখের অধিক ডাউনলোড হয়েছে। ৪.৬ রেটিং প্রাপ্ত অ্যাপটি বিনা মূল্যে https://play.google.com/ store/apps/ details?id= pl.solidexplorer2 এ ঠিকানা থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। -সূত্র : টেকশহর
No comments