কাপ্তাই হ্রদে নান্দনিক মাছ

নান্দনিক এক দুর্লভ মাছের সন্ধান পাওয়া গেছে রাঙামাটির কাপ্তাই হ্রদে। বৈজ্ঞানিক নাম সাকার মাউথ ক্যাটফিস জাতীয় এ মাছটি রোববার হ্রদের জেলেদের জ্বালে ধরা পড়ে। খবর পেয়ে জেলেদের কাছ থেকে মাছটি উদ্ধার করে রাঙামাটিতে নিয়ে আসেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপক নৌবাহিনীর কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান। শৌখিন মানুষজনের এ্যাকুরিয়ামে থাকার কথা থাকলেও দুর্লভ এই মাছটি পাওয়া গেল জেলেদের জালে। নৌবাহিনীর কমান্ডার আসাদ জানান, রোববার সকালে দুর্লভ প্রজাতির একটি মাছ জেলেদের জালে ধরা পড়েছে এমন খবর পেয়ে আমি আমার কাপ্তাই অফিসের মাধ্যমে মাছটি জেলেদের কাছ থেকে সংগ্রহ করে রাঙামাটিতে নিয়ে আসি।
তিনি জানান, এই মাছটি মূলত দূর্লভ প্রজাতির এবং এটি বর্হিবিশ্বের কয়েকটি দেশে পাওয়া গেলেও আমাদের দেশের কাপ্তাই হ্রদে এতোটা বড় সাইজের মাছ এই প্রথম পাওয়া গেল। এ বিষয়টি পরীক্ষা করে দেখার জন্যই আমরা মাছটিকে উদ্ধার করে নিয়ে এসেছি। দুর্লভ এই মাছটি নিয়ে গবেষণার জন্য মাছটিকে রাঙামাটিস্থ বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের নিকট হস্তান্তর করা হবে। এদিকে বিগত তিন বছর আগে এরকম আরো একটি মাছ কাপ্তাই হ্রদে পাওয়া গিয়েছিল জানিয়ে বিএফআরআইয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী বেলাল হোসেন জানিয়েছেন, বাংলাদেশে এই মাছ এ্যাকুরিয়াম ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না।

No comments

Powered by Blogger.