আনুষ্ঠানিক সমাপ্তির অপেক্ষায় ‘অপারেশন টোয়াইলাইট’
সিলেটের
দক্ষিণ সুরমা এলাকায় আতিয়া মহল নামক ভবনকে ঘিরে গত শনিবার থেকে শুরু
হওয়া ‘অপারেশন টোয়াইলাইট’ নামের কমান্ডো অভিযান আজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত
করে ভবনটিকে পুলিশের কাছে বুঝিয়ে দেয়া হতে পারে, এমন ধারণা পাওয়া
যাচ্ছে। গতকালই সন্ধেবেলাতেই সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভবনটির
ভেতরে চারজন সন্দেহভাজন উগ্রবাদী নিহত হয়েছে, যাদের মধ্যে তিনজন পুরুষ
একজন নারী। এরা ছাড়া ভেতরে আর কোনো উগ্রবাদী থাকার সম্ভাবনা নেই বলেও
উল্লেখ করা হয়। তারপরও কমান্ডোদের অভিযান গতকাল শেষ না হওয়ার পেছনে কারণ
হিসেবে বলা হয়, ভবনটি বিস্ফোরকে ভরা, এটিকে এখনো পুরোপুরি নিরাপদ করা
যায়নি, তাই অভিযান চলমান রাখার কথা জানিয়েছিল সেনাবাহিনী। কিন্তু
মঙ্গলবার সকালে সিলেট থেকে বিবিসির সংবাদদাতা আকবর হোসেন জানাচ্ছেন,
কর্মকর্তাদের সাথে কথাবার্তা বলে যেটুকু ধারণা পাওয়া যাচ্ছে তাতে মনে
হচ্ছে, সেনাবাহিনী আজ হয়তো আনুষ্ঠানিকভাবে ভবনটি পুলিশের কাছে হস্তান্তর
করতে পারে। এদিকে, ভবনটির নিচতলা থেকে নিহত দুজন উগ্রবাদীর লাশ গতকালই বের
করে এনে পুলিশকে বুঝিয়ে দেয়া হয়েছে।
এদের একজন মহিলা একজন পুরুষ। বাকী
দুজন নিহত উগ্রবাদীর শরীরে বিস্ফোরকের বেল্ট বাঁধা থাকায় তাদের বের করে
আনতে সময় লাগছে। এর আগে অভিযানের প্রথম দিকে ওই ভবনটির ভেতর থেকে এক নারী
উগ্রবাদী চিৎকার করে পুলিশের উদ্দেশ্যে কথাবার্তা বলেছিল বলে আইনশৃঙ্খলা
বাহিনীর সদস্যরা জানিয়েছিলেন। পরে এ-ও জানা গিয়েছিল, যে ফ্ল্যাটটিকে ঘিরে
এই উগ্রবাদী কর্মকাণ্ড চলেছে, সেটি মর্জিনা নামে এক নারী ভাড়া নিয়েছিল।
ফলে নিহত নারীটি সেই মর্জিনা বলেই মনে করা হচ্ছে বিবিসির সংবাদদাতা বলছেন,
যতদূর জানা যাচ্ছে, নিহত উগ্রবাদীদের পরিচয় সম্পর্কে পুলিশ মোটামুটি
নিশ্চিত। হয়তো আজই কোন এক সময় তাদের পরিচয় সম্পর্কে সাংবাদিকদের অবগত
করবে তারা। তবে যেটুকু বোঝা যাচ্ছে নিহতরা সবাই নব্য জেএমবি নামে কথিত
উগ্রবাদী সংগঠনটির সাথে যুক্ত এবং এদের মধ্যে এই সংগঠনের অত্যন্ত উঁচু
পর্যায়ের একজন নেতা রয়েছে। গত বছর জুলাই মাসে ঢাকার গুলশানে হলি আর্টিজান
নামের রেস্তোরাঁয় উগ্রবাদী হামলার সাথেও এদের কারো কারো যোগসাজশ রয়েছে
বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: বিবিসি
সূত্র: বিবিসি
No comments