বাংলাদেশীদের জন্য ট্যুরিস্ট ভিসার নিয়ম শিথিল ভারতের
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUgfrx2T1jgmcTIvYTepCxdWAoNWbJTY8Uv26mHnAbvXCztIpHOwx1BbuhE8TDXTg-eB8XTbbP_BqDmX-d-lcMdGhmpbMkei-5EHboNa51-T-o1-7YeP3W0M3cBsWGyOr0E90vylBiiT4Q/s400/10.jpg)
ট্যুরিস্ট
ভিসার বাংলাদেশী আবেদনকারীরা ভারতে যাওয়ার নিশ্চিত বিমান টিকিটসহ সরাসরি
সাক্ষাৎ করতে এবং ভারত ভ্রমণের তারিখের তিন মাস পূর্বে তাদের ভিসার
আবেদনপত্র জমা দিতে পারবেন। ঢাকায় ভারতীয় হাইকমিশন সোমবার এক সংবাদ
বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। এতে বলা হয়, বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতীয়
ভিসা প্রাপ্তি সহজতর ও সাধারণ করার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে ভিসার
নিয়মে এই শিথিলতা আনা হয়েছে। বিদ্যমান নিয়ম অনুযায়ী, আবেদনকারীরা সরাসরি
সাক্ষাৎ করতে এবং ভারত ভ্রমণের তারিখ থেকে এক মাস পূর্বে আবেদনপত্র জমা
দিতে পারতেন। এই শিথিলকরণ প্রক্রিয়া ১ এপ্রিল ২০১৭ থেকে রাজশাহী, রংপুর,
সিলেট, চট্টগ্রাম,
খুলনা, যশোর, ময়মনসিংহ, বরিশাল এবং ঢাকার মিরপুরের
আইভিএসিসহ ৯টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) কার্যকরী হবে। ভারতীয়
হাইকমিশন জানায়, সরাসরি ট্যুরিস্ট ভিসা স্কিমটি ২০১৬ সালের অক্টোবরে ঢাকায়
মহিলা ভ্রমণকারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রথম চালু করা হয়, যা
পরবর্তীতে সব আবেদনকারীর জন্য ও ঢাকার বাইরের সব আইভিএসি-তে সম্প্রসারিত
করা হয়। এই স্কিমের আওতায় আবেদনকারীরা নিশ্চিত টিকিটসহ (বিমান, ট্রেন ও
অনুমোদিত বাস সার্ভিস) সরাসরি সাক্ষাৎ করতে পারবেন এবং তাদের নিজেদের জন্য ও
তাদের পরিবারের সদস্যদের জন্য নয়টি আইভিএসি-তে কোনো পূর্ব নির্ধারিত
অনলাইন অ্যাপয়েন্টমেন্ট তারিখ ছাড়াই ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দিতে
পারবেন। মিরপুরের আইভিএসিটি শনিবার শুধু মহিলা আবেদনকারীদের জন্য খোলা
থাকে।
No comments