৪০৭ কিমি. গতির টহল গাড়ি পেল দুবাই পুলিশ
সর্বোচ্চ
ভবন কিংবা সর্বোচ্চ গতি- সবকিছুর রেকর্ড যেন দুবাইয়ের! আরব আমিরাতের এই
শহরের পুলিশবাহিনীর রয়েছে সর্বোচ্চ গতির টহল গাড়ি। সাড়ে ১০ কোটি টাকার
বুগাতি ভেরনের ওই টপ স্পিড গাড়ির গতি ঘণ্টায় ৪০৭ কিলোমিটার। গতির এ রেকর্ড
স্থান পেয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। খবর সিএনএনের। দুবাই পুলিশ
কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশের টহলদারি বাহিনীর জন্য গত বছর এটি কেনা হয়েছিল।
তবে শুধু টহলদারির জন্যই নয়, এই লাক্সারি সুপার কার কাজে লাগানো হচ্ছে
একটু অন্যভাবেও। পর্যটক টানতেও খুবই কাজে আসছে বুগাতি ভেরন। দুবাই পুলিশের
লে. সইফ সুলতান রশিদ আল শামসি জানিয়েছেন, মূলত বুর্জ খালিফার মতো জনপ্রিয়
পর্যটনস্থলগুলোতে এটি রেখে দেয়া হচ্ছে।
আর দুবাইতে বেড়াতে এসে গাড়িপাগল বহু
পর্যটকই তা একবার করে দেখে যাচ্ছেন। হবে না-ই বা কেন? ঘণ্টায় ৯৭ কিলোমিটার
গতি তুলতে এর সময় লাগে মাত্র আড়াই সেকেন্ড। সঙ্গে রয়েছে ১৬ সিলিন্ডারের এক
হাজার হর্সপাওয়ার ইঞ্জিন। দুবাইয়ের টহলদারি বাহিনীর রয়েছে ‘সুপার ফ্লিট’।
তাতে শুধু বুগাতি ভেরনই নয়, রয়েছে ম্যাকলারেন এমপি৪-১২সি, ল্যামবরঘিনি
অ্যাভেনটেডর থেকে শুরু করে বেন্টলে কন্টিনেন্টাল জিটি বা বিএমডব্লিউ এম৬-এর
মতো দ্রুতগতির একাধিক গাড়ি। রশিদ আল শামসি বলেন, ‘মজার কথা কি জানেন, অনেক
পর্যটকই পুলিশের জরুরি নম্বরে ফোন করে এসব গাড়ির কথা জানতে চাইছেন।
No comments