জার্মানির জাদুঘর থেকে ১০০ কেজির এক স্বর্ণমুদ্রা চুরি
জার্মানির
জাদুঘর থেকে ১০০ কেজি ওজনের একটি স্বর্ণমুদ্রা চুরি গেছে। মুদ্রাটির দাম ৪
মিলিয়ন ডলার বা প্রায় ৩২ কোটি টাকা। সোমবার বার্লিনের বোডে জাদুঘর থেকে
বহুমূল্য ওই মুদ্রাটি চুরি হয়। জার্মান গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি জানায়,
চুরি যাওয়া ‘বিগ ম্যাপল লিফ’ নামের বিশাল স্বর্ণমুদ্রাটি বড় একটি ম্যাপল
পাতার আদলে তৈরি করা হয়েছিল।
কানাডার সরকারি মুদ্রা প্রস্তুতকারী
প্রতিষ্ঠান রয়্যাল কানাডিয়ান মিন্ট স্মারক হিসেবে ২০০৭ সালে এটা তৈরি করে।
৫৩ সেমি. পরিধি (২১ ইঞ্চি) ও তিন সেমি. পুরু এই মুদ্রায় রানী দ্বিতীয়
এলিজাবেথের ছবি অংকিত আছে। জার্মান পুলিশ এক টুইটার বার্তায় জানিয়েছে,
স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে জাদুঘরের ভেতরে ঢুকে মুদ্রাটি চুরি করে
চোরেরা। ভেতরে ঢোকার জন্য সম্ভবত একটি মই ব্যবহার করেছে তারা। জাদুঘরের
কাছেই একটি রেললাইনে মইটি পাওয়া গেছে বলে জানায় পুলিশ। বোডে জাদুঘরটি
ইউনেস্কো তালিকাভুক্ত বার্লিনের মিউজিয়াম আইল্যান্ডে অবস্থিত। জাদুঘরটি
বিশ্বের অন্যতম বৃহত্তম মুদ্রা সংগ্রহশালা। প্রাচীন গ্রিসে ব্যবহৃত এমন এক
লাখ দুই হাজার মুদ্রার বিশাল সংগ্রহ এখানে রয়েছে। এ ছাড়া রয়েছে রোমান আমলের
প্রায় ৫০ হাজার মুদ্রা।
No comments