মুম্বাইয়ে জিন্নাহ হাউস গুঁড়িয়ে দেয়ার দাবি বিজেপি এমপির
ভারতের
মুম্বাইয়ে অবস্থিত পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহম্মদ আলী জিন্নাহর রাজকীয়
বাড়ি গুঁড়িয়ে দেয়ার দাবি জানিয়েছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপির এমপি মঙ্গল
প্রভাত লোদহা। মুম্বাইয়ের একজন শীর্ষ আবাসন ব্যবসায়ী মঙ্গল প্রভাত। তিনি
জিন্নাহ হাউসকে ভেঙে সেখানে সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন।
আড়াই একর জমির ওপর অবস্থিত জিন্নাহ হাউসটির বর্তমান মূল্য প্রায় ৪০ কোটি
ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ৩২০০ কোটি)। খবর এনডিটিভির। মঙ্গল প্রভাত
বলেন, ‘দক্ষিণ মুম্বাইয়ে জিন্নাহর ওই আবাসিক ভবনটিতে দেশ বিভক্তির বহু
ষড়যন্ত্র হয়েছে। জিন্নাহ হাউসটি ওই বিভক্তির প্রতীক। এ স্থাপনা ভেঙে ফেলা
উচিত।’ তিনি আরও জানান, ‘ব্রিটিশ স্টাইলে তৈরি সমুদ্রমুখী ওই ভবন
তত্ত্বাবধানে লাখ লাখ অর্থ ব্যয় হচ্ছে।’
১৯৩০ সালের শেষের দিকে এটি তৈরি
করা হয়। ইতালিয়ান মার্বেল পাথরের তৈরি ভবনটি কয়েক দশক ধরে ব্রিটিশ ডেপুটি
হাইকমিশনারের আবাস ভবন ছিল। কিন্তু ১৯৮২ সাল থেকে ভবনটির অপব্যবহার শুরু
হয়। ঐতিহাসিক এ স্থাপনাটি জিন্নাহ ও ভারতীয় নেতাদের মধ্যে সন্ধিক্ষণের
স্থান হিসেবে চিহ্নিত। পাকিস্তান সরকার বহু দিন ধরে দিল্লিকে ওই ভবনটি
ইসলামাবাদের কনস্যুলার ভবন বানানোর জন্য ইজারা বা বিক্রি করার অনুরোধ
জানিয়ে আসছে। পাকিস্তানের এ প্রস্তাবে কোনো সাড়া দেয়নি ভারত। ২০০৭ সালে
জিন্নাহর কন্যা দিনা ওয়াদিয়া ওই ভবনের মালিকানার দাবিতে মুম্বাই আদালতের
দ্বারস্থ হন। সেখানেও পাত্তা পাননি নিউইয়র্কের বাসিন্দা দিনা। তার ছেলে
নুসলি মুম্বাইয়ে একটি টেক্সটাইল প্রতিষ্ঠানের মালিক ও আবাসন ব্যবসায় জড়িত।
No comments