রোহিঙ্গারা বাঙালি অভিবাসী
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaMcT_z6nHWKJp6HRZ1VuX4jUdIk3K0gHkg8gWiFBdb5jpGd3j-S5iKU2p1GSHnthJm5cQf3-t0IoYw8walH2zglCY2r6R47wuSTaAyfX57M37MGzM6gpnTcozCKjS4ThGW_c0nvUpszz4/s400/27.jpg)
মিয়ানমারের
রাখাইন রাজ্যে সামরিক অভিযানের পক্ষ নিয়েছেন দেশটির সেনাপ্রধান। রাজ্যে
সেনাবাহিনীর হাতে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, হত্যা ও ধর্ষণের বিষয়ে জাতিসংঘ
তদন্তের আহ্বান জানানোর পর এর পক্ষে সাফাই গাইলেন তিনি। সোমবার মিয়ানমারের
রাজধানীতে সেনাবাহিনী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে সেনাপ্রধান মিন অং হ্লাইং
জানান, মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা এ দেশের নাগরিক নয়, তারা
বাঙালি মুসলিম। খবর এএফপির। জাতিসংঘের তদন্ত কর্মকর্তারা বিশ্বাস করেন,
মিয়ানমারের নিরাপত্তাকর্মীরা মানবতাবিরোধী অপরাধ করছে।
গত সপ্তাহে
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল দেশটিতে একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত
মিশন পাঠানোর ব্যাপারে সম্মত হয়। জাতিসংঘের সে পদক্ষেপকে কার্যত নাকচ করে
দিয়েছেন সেনাপ্রধান। তিনি বলেন, কোনো ধরনের আন্তর্জাতিক তদন্ত মিশন পাঠানো
হলে সমস্যা সমাধানের চেয়ে এ ইস্যুটি নিয়ে আরও উত্তেজনা তৈরি হবে। মিয়ানমারে
রোহিঙ্গারা বহু শতাব্দী ধরে বাস করলেও তাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করছে
সরকার। রাখাইনে প্রায় ১০ লাখ রোহিঙ্গার বাস।
No comments