গিলগিট-বাল্টিস্তান ভারতের পাক দখলদারি অবৈধ
গিলগিট-বাল্টিস্তান
অঞ্চলকে পাকিস্তানের পঞ্চম প্রদেশ হিসেবে ঘোষণা করা হবে বলে যে সিদ্ধান্ত
নিয়েছে ইসলামাবাদ, তার নিন্দা জানিয়েছে ব্রিটেন। ওই অঞ্চলকে ভারতের
অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করে প্রস্তাব পাস হল ব্রিটিশ পার্লামেন্টে।
ব্রিটিশ পার্লামেন্ট বলছে, অবৈধভাবে ওই অঞ্চলকে দখল করে রেখেছে পাকিস্তান।
গিলগিট-বাল্টিস্তান হয়ে যে অর্থনৈতিক করিডোর তৈরি করেছে চীন-পাকিস্তান,
তাকেও অবৈধ আখ্যা দিয়েছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ব্রিটেন। খবর
টাইমস অব ইন্ডিয়ার। পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সরতাজ
আজিজের নেতৃত্বে গঠিত একটি কমিটি সম্প্রতি জম্মু-কাশ্মীরের
গিলগিট-বাল্টিস্তান অঞ্চলকে পাকিস্তানের পঞ্চম প্রদেশের মর্যাদা দেয়ার
সুপারিশ করেছে। পাক সরকার সে লক্ষ্যে এগোতেও শুরু করেছে। কিন্তু ভারত
গিলগিট-বাল্টিস্তানের ওপর নিজেদের দাবি ছাড়েনি। ব্রিটিশ পার্লামেন্ট মনে
করে, ওই অঞ্চল যে ভারতের জম্মু-কাশ্মীর প্রদেশের অবিচ্ছেদ্য অংশ।
জম্মু-কাশ্মীরের উত্তর-পশ্চিমাংশে লাল অংশে চিহ্নিত এ অঞ্চলই হল
গিলগিট-বাল্টিস্তান।
দেশভাগের কিছু দিন পরেই পাকিস্তান সেনা পাঠিয়ে এ অঞ্চল
দখল করে। ব্রিটেনের শাসক দল কনজারভেটিভ পার্টির এমপি বব ব্ল্যাকম্যান সে
দেশের পার্লামেন্টে প্রস্তাবটি পেশ করেন। তাতে বলা হয়েছে,
‘গিলগিট-বাল্টিস্তান হল ভারতের জম্মু-কাশ্মীর প্রদেশের বৈধ এবং সাংবিধানিক
অংশ, পাকিস্তান ওই অঞ্চলকে ১৯৪৭ সাল থেকে অবৈধভাবে দখল করে রেখেছে এবং
সেখানকার মানুষকে মতপ্রকাশের স্বাধীনতা এবং অন্য সব মৌলিক অধিকার থেকে
বঞ্চিত করে রেখেছে।’ ২৩ মার্চ ব্রিটিশ পার্লামেন্টে প্রস্তাবটি পাস হয়।
ব্রিটেন বলেছে, পাকিস্তান এমন একটি অঞ্চলকে নিজেদের পঞ্চম প্রদেশ হিসেবে
ঘোষণা করতে চলেছে, যে অঞ্চলের ওপর তাদের অধিকারই নেই। ব্রিটিশ পার্লামেন্টে
গৃহীত প্রস্তাবটিতে পাকিস্তানের পাশাপাশি অস্বস্তি বাড়ল চীনেরও। চীনের
কাশগড় থেকে পাকিস্তানের গোয়াদর পর্যন্ত যে চীন-পাক অর্থনৈতিক করিডোর তৈরি
হয়েছে, ব্রিটেন সেই করিডোরকেও অবৈধ আখ্যা দিয়েছে। কিছু দিন আগেই জাতিসংঘের
নিরাপত্তা পরিষদ চীনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
চিন-পাক অর্থনৈতিক করিডোর সেই ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ উদ্যোগেরই অন্যতম অংশ।
No comments