সৌদি আরবে ড্রোন তৈরির কারখানা করবে চীন
সৌদি
আরবে ড্রোন তৈরির কারখানা নির্মাণ করবে চীন- এমন খবর দিয়েছে প্রতিরক্ষা
বিষয়ক ওয়েব সাইট ডিফেন্স নিউজ। সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজের দেশটি
সফরের পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য চায়না অ্যারোস্পেস সায়েন্স
অ্যান্ড টেকনোলজি বা সিএএসসি সঙ্গে চুক্তি করেছে সৌদি আরবের কিং আবদুল আজিজ
সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বেইজিং সফরকালে চীনা প্রেসিডেন্ট শি
জিনপিং এবং সৌদি রাজা ৬৫০০ কোটি ডলারের চুক্তি সই করেছেন। তার অংশ হিসেবে
এটি তৈরি করা হবে।
চীনের সিএইচ-৪ ইউএভি ড্রোন তৈরি করে সিএএসসি। একে
মার্কিন প্রিডেটর ড্রোনের সমতুল্য বলা হয়। এরই মধ্যে সিএইচ-৪ ড্রোন ব্যবহার
করছে সৌদি আরব। কিন্তু এখন এ ড্রোনের বিশাল বহর তৈরি করতে চাইছে দেশটি। এ
ছাড়া, আরবীয় অনেক দেশকে ড্রোন সরবরাহ এবং ড্রোন মেরামত করতে চাইছে সৌদি
আরব। এআর-৪ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম সিএইচ-৪। এ ক্ষেপণাস্ত্র দিয়ে সেনা,
ট্যাংক এবং ছোট নৌকার ওপর আক্রমণ করা যায়। বর্তমানে চীনের বাইরে পাকিস্তান
এবং মিয়ানমারের এ ড্রোনের কারখানা আছে।
No comments