আত্রাইয়ে পাথরের মূর্তি উদ্ধার
নওগাঁর
আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘীরপাড় গ্রাম থেকে পাথরের মূর্তি
উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ জানাযায়, গত মঙ্গলবার উপজেলার দিঘীরপাড়
গ্রামের ময়েজ উদ্দিনের পুত্র ময়েন উদ্দিনের জমিতে পুকুর খননের কাজ করছিলেন।
পুকুর খননের একপর্যায়ে শ্রমিকেরা মূর্তিটি দেখতে পান। পরে আশপাশের লোকজন
বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গত মঙ্গলবার রাত সাড়ে
৮টার দিকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মূর্তিটির ওজন ৬৫ কেজি ৫০০
গ্রাম । এলাকাবাসীর ধারণা মূর্তিটি হাজার হাজার বছরের পুরাতন ও কষ্টি
পাথরের। আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত
করে বলেন, খবর পাওয়ার সাথে সাথে মূর্তিটি উদ্ধার করা হয়েছে এবং
প্রতœতাত্ত্বিক বিভাগে পাঠাব, তারা পরীক্ষা করলে জানা যাবে মূতির্টি কষ্টি
পাথরের না কিসের তৈরি।
No comments