জনরায় মাথা পেতে নেব
কুমিল্লা
সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী
আঞ্জুম সুলতানা সীমা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি কুমিল্লা মডার্ন
সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভেটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদান
শেষে সীমা সাংবাদিকদের কাছে ভোটার উপস্থিতি ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ
করেন। তিনি বলেন, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হচ্ছে। বেশ কয়েকটি কেন্দ্র
ঘুরে কোনো ধরনের বিশৃংখলা চোখে পড়েনি।
এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই
প্রার্থী বলেন, 'আমি চাই- সবাই নির্বিঘ্নে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার
প্রয়োগ করুক। জনগণের রায় আমি মাথা পেতে নেব।' এর আগে সকাল ৮টায় কুমিল্লা
সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে টানা বিকাল
৪টা পর্যন্ত। সকাল থেকে ভোটারদের লাইনে দাঁড়িয়ে সুশৃংখলভাবে ভোটাধিকার
প্রয়োগ করতে দেখা গেছে। এখন পর্যন্ত কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার
খবর পাওয়া যায়নি।
No comments