খালেদা জিয়ার ২ মামলার শুনানির দিন ধার্য
বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা ২ মামলার শুনানির দিন ধার্য
করা হয়েছে। জিয়ার অরফানের ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি আগামী ৬ এপ্রিল
এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি আগামী ১৩ এপ্রিল
নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সিনিয়র বিশেষ জজ কামরুল ইসলাম মোল্লা
জিয়া অরফানের দুর্নীতি মামলার এ দিন ধার্য করেন।
অপরদিকে, জিয়া চ্যারিটেবল
ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির দিন ধার্য করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু
আহমেদ জমাদ্দারের আদালত। এ দু’টি মামলায়ই আজ খালেদা জিয়ার আত্মপক্ষ
সমর্থনের শুনানির জন্য ধার্য ছিল। আজ খালেদা জিয়ার পক্ষে সময় প্রার্থনা করা
হলে আদালত উপরোক্ত আদেশ দেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ
আহমেদ তালুকদার।
No comments