নির্ধারিত সময়েই এফবিসিসিআই নির্বাচন
ব্যবসায়ীদের
শীর্ষ সংগঠন এফবিসিসিআই'র নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ
বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি এসকে সিনহার
নেতৃত্বাধীন তিন সদস্যর আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে নির্ধারিত সময় আগামী
১৪ মে এই নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এফবিসিসিআই'র
পক্ষে ছিলেন আইনজীবী শেখ ফজল নূর তাপস ও ইমতিয়াজ মইনুল ইসলাম। আর রিট
আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও
ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। পরে রিটকারীপক্ষের আইনজীবী বদরুদ্দোজা বাদল
যুগান্তরকে জানান, আপিল বিভাগ স্থগিতাদেশ বাতিল করে দিলেও আগামী ৩০ মের
মধ্যে ময়মনসিংহ চেম্বার অব কমার্সের একজন মনোনীত পরিচালককে এফবিসিসিআই
নির্বাচিত কমিটিতে কোয়াপ্ট (অন্তর্ভুক্ত) করে নেয়ার জন্য বলেছেন। তিনি আরও
জানান, গতকাল বুধবার ময়মনসিংহ চেম্বার অব কমার্স এবং এফবিসিসিআই'র মধ্যে
একটি বৈঠক হয়। সেখানে ৩০ মের মধ্যে কোয়াপ্টের সিদ্ধান্ত নেয়া হয়।
বিষয়টি আজ
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে জানান। পরে আদালত হাইকোর্টের
স্থগিতাদেশ বাতিল করে দেন। প্রসঙ্গত, গত ২২ মার্চ এফবিসিসিআই'র নির্বাচন
দুই মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি
আমিনুল হক শামীমের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও
বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ এ স্থগিতাদেশ দেন। এ আদেশ স্থগিত চেয়ে
এফবিসিসিআই গত ২৩ মার্চ আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে।
ওইদিন চেম্বার বিচারপতি সংগঠনটির নির্বাচনী কার্যক্রম চলমান থাকবে উল্লেখ
করে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।
No comments