নাসিরপুরে জঙ্গি আস্তানায় ফের অভিযান
বৈরি
আবহাওয়ার কারণে সাময়িক বিরতি শেষে মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানায়
আবারও অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সোয়া ১১টার দিকে 'অপারেশন হিটব্যাক'
শুরু হয় বলে অভিযান সূত্রে জানা গেছে। মৌলভীবাজার সদর মডেল থানার ওসি ওফিল
উদ্দিন জানান, প্রচণ্ড ঝড়-বৃষ্টি ও রাতের অন্ধকারে অভিযান স্থগিত ছিল।
সকালে ফের অভিযান শুরু হয়েছে। একতলা বাড়ির উঠানে অবস্থান নিয়েছে বোমা
নিষ্ক্রিয়করণ ইউনিট। সোয়াত সদস্যরা সেখানে তল্লাশি করেছেন।
নাসিরপুরের
আস্তানাটিতে বুধবার সন্ধ্যায় সোয়াত 'অপারেশন হিটব্যাক' শুরু করে। বৈরি
আবহাওয়ার কারণে রাত ১০টার দিকে তা স্থগিত করা হয়। পুলিশের কর্মকর্তারা
জানান, নাসিরপুরের 'অপারেশন হিটব্যাক' শেষ করেই বড়হাটের জঙ্গি আস্তানায়
অভিযান চালাবে সোয়াত। উল্লেখ্য, বুধবার ভোর সাড়ে ৫টা থেকে মৌলভীবাজার
পৌরসভার বড়হাট এলাকার একটি দোতলা বাড়ি এবং সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের
সরকার বাজার এলাকার নাসিরপুরের একতলা একটি বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান
পায় আইনশৃংখলা বাহিনী। একপর্যায়ে ওই দুই আস্তানা থেকেই জঙ্গিরা পরপর কয়েকটি
গ্রেনেড ও গুলি ছোঁড়ে বলে জানিয়েছে পুলিশ। এই দুই বাড়ির মধ্যে দূরত্ব
প্রায় ২০ কিলোমিটার। বাড়ি দুটি লন্ডন প্রবাসী সাইফুল ইসলামের। দুটো বাড়িই
ভাড়া দেয়া। এদিকে দুটি জঙ্গি আস্তানার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে
বৃহস্পতিবার সকাল ১১টায় মৌলভীবাবজার পৌঁছেছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের
প্রধান মো. মনিরুল ইসলাম।
No comments