সুনামগঞ্জে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
সুনামগঞ্জ-২
(দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল
৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। সুনামগঞ্জে রাত
থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা তাদের ভোটাধিকার
প্রয়োগ করছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি অনেক কম।
এজন্য উপস্থিতি বাড়াতে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা সেখানে
উপস্থিত রয়েছেন। এদিকে, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে আইনশৃংখলা
বাহিনীর ২ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে
আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত সুরঞ্জিত
সেনগুপ্তের সহধর্মিণী ড. জয়া সেনগুপ্ত। আর সিংহ প্রতীক নিয়ে স্বতন্ত্র
প্রার্থী হয়েছেন ছাহেদ আলী মাহবুব হোসেন রেজু। দিরাই-শাল্লা আসনের মোট
ভোটার সংখ্যা রয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১৩ জন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের
সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
No comments