গম ও ডাল আমদানিতে ভারতের শুল্কারোপ
গম
ও ডাল আমদানিতে ১০ শতাংশ শুল্কারোপ করেছে ভারত। চলতি শস্য মৌসুমে এ দুটি
পণ্যের উৎপাদনের ব্যাপক সম্ভাবনা দেখছে দেশটি। তাই কৃষকদের ন্যায্য মুনাফার
কথা বিবেচনা করে এ পদক্ষেপ নেয়া হয়েছে। মঙ্গলবার দেশটির সরকার এ ঘোষণা
দেয়। খবর টাইমস অব ইন্ডিয়া। এর আগে গত বছরের ৮ ডিসেম্বর ভারত সরকার গম
আমদানিতে শুল্ক কমায়। দেশের চাহিদা মেটাতে এবং খুচরা দামের সমন্বয় করতে এ
সময় শুল্ক ১০ শতাংশ থেকে শূন্য শতাংশ করেছিল। ওই সময় অবশ্য ডালে শূন্য
শতাংশই শুল্ক ছিল। ২০১২ সালের মার্চে সংশোধনী এনে এ দুই পণ্য আমদানিতে ১০
শতাংশ শুল্কারোপ করা হয়। যেটা জরুরি ভিত্তিতে কার্যকরের কথা বলা হয়।
বর্তমানে ভারতে যে পরিমাণ গম ও ডাল আমদানি করা হয়, তাতে নতুন শুল্কারোপের
ফলে প্রায় ৮৪০ কোটি রুপি বা স্থানীয় মুদ্রায় ১ হাজার ৭৮ কোটি টাকা (প্রতি
রুপি ১ টাকা ২০ পয়সা ধরে) রাজস্ব আসবে।
এ উদ্যোগের ফলে ভারতের মানুষ পণ্য
দুটি সঠিক দামে কিনতে পারবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এতে কৃষকরাও
উপকৃত হবে। মধ্যপ্রদেশ, রাজস্থান ও গুজরাটে ইতিমধ্যে ফসল উঠতে শুরু করেছে।
সকারের পূর্বাভাস অনুযায়ী, ২০১৬-১৭ শস্য মৌসুমে (জুলাই-জুন) ৯৬ দশমিক ৬৪
মিলিয়ন টন গম উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে। আগের শস্য বছরে ৯২ দশমিক ২৯
মিলিয়ন টন গম উৎপাদন হয়েছিল। এদিকে চলতি শস্য বছরে চার দশমিক ২৩ মিলিয়ন টন
ডাল উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছে। আগের অর্থবছরে ২ দশমিক ৫৬ মিলিয়ন টন
ডাল উৎপাদন হয়েছিল।
No comments