নিখোঁজ যুবকের লাশ সাপের পেট থেকে উদ্ধার
একটি
অজগর সাপের পেটের ভেতর থেকে ইন্দোনেশিয়ার নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করা
হয়েছে। পাম তেলের বাগানে কাজ শেষে বাড়ি ফেরার পথে গত রোববার নিখোঁজ
হয়েছিলেন ২৫ বছর বয়সী যুবক আকবর। স্থানীয় পুলিশ জানিয়েছে, বুধবার একটি
বিশাল পাইথনের পেট কেটে তার লাশ বের করা হয়েছে।
ইন্দোনেশিয়ার পশ্চিম
সুলাওয়েসি প্রদেশ পুলিশের মুখপাত্র মাশুরা জানিয়েছেন, গ্রামবাসী পুলিশকে
জানায়, আকবর ২৪ ঘণ্টা ধরে নিখোঁজ রয়েছে। এরপর পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে
আকবরের বাড়ির কাছের পাম তেলের বাগানের কাছে প্রায় ৭ মিটার লম্বা একটি
পাইথনের সন্ধান পায়। আকবরকে গিলে খাওয়ার পর অজগরটির পক্ষে আর নড়াচড়া করা
সম্ভব হচ্ছিল না বলে সে এটি নালার মধ্যে পড়ে ছিল। কিন্তু তার পেট
অস্বাভাবিক মোটা দেখে পুলিশের সন্দেহ হয় যে, এর মধ্যে আকবরের লাশ থাকতে
পারে। এ অবস্থায় গ্রামবাসী সাপটির পেট কেটে ফেললে আকবরের লাশ বেরিয়ে আসে।
গ্রাম প্রধান সালুবিরো জুনাইদি জানান, আগের রাতে পাম তেলের বাগান থেকে কারো
কান্নার শব্দ শুনতে পেয়েছে গ্রামবাসী। পৃথিবীর যেসব লম্বা সরীসৃপ অন্য
প্রাণীকে শ্বাসরোধ করে হত্যা করার পর আস্ত গিলে খায় সেগুলোর মধ্যে পাইথন
অন্যতম। যদিও এদের মানুষ খাওয়ার দৃষ্টান্ত বিরল, তবুও কখনো কখনো এদের শিশু
বা কিশোরদের গিলে খাওয়ার নজীর রয়েছে।
No comments