এবার জিনের চরিত্রে তিশা
গল্পের প্রয়োজনে কত ধরনের চরিত্রে অভিনয় করতে হয় শিল্পীদের। কখনও সাজতে হয় শাঁখারি বাজারের দোকানি, কখনও বা বেদে পল্লীর মেয়ে। মূলত দর্শকদের ভালো কিছু চরিত্রের সঙ্গে পরিচয় ঘটাতেই তাদের এ প্রয়াস। তার ধারাবাহিকতায় সম্প্রতি ‘জিম এন্ড জিমি’ নামের একটি নাটকে বোতলবন্দি জিন চরিত্রে অভিনয় করলেন তিনি। এটি রচনা ও পরিচালনা করেছেন মোন্তাসীর বিপন। নাটকটির গল্পে দেখা যাবে চল্লিশে পা ফেলা অতি সাধারণ জিম পেশায় একজন লেখক। তার জীবনে সমস্যার কোনো শেষ নেই। প্রতিটা স্তরে জীবন তার সঙ্গে কৌতুক করে চলেছে। জিম মনে-প্রাণে চায় এ জীবনের পরিবর্তন। হঠাৎ কুড়িয়ে পাওয়া একটি কাচের বোতল জীবন বদলে দেয় তার। কারণ কুড়িয়ে পাওয়া বোতলটিতে থাকে এক জিনকন্যা। এই জিনকে নিয়েই নানা নাটকীয়তার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প।
এতে অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, ‘এ ধরনের চরিত্রে এটিই প্রথমবার অভিনয় করলাম। এতে দারুণ কিছু অভিজ্ঞতা হয়েছে। শুটিংয়ের সময় নিজেকে জিন ভেবে বেশ হাসিও এসেছে। আশা করি নাটকটির গল্প দর্শকদের বিনোদিত করবে।’ এতে তিশার বিপরীতে অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ। নাটকটি আসছে ঈদে কোনো এক বেসরকারি চ্যানেলে দেখানো হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। প্রসঙ্গত, তিন বছর পর ঈদ উপলক্ষে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিশা। নাটকের নাম ‘বিউটি বোট’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন জাহিদ হাসান। এ ছাড়াও সম্প্রতি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবি নিয়েও ব্যস্ত রয়েছেন এ তারকা। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন বলিউডের ইরফান খান।
No comments