তিথির গানের অ্যালবাম শর্ট স্টোরি
ক্যাপ্টেন মাকসুদ আহমেদের কথায় ও মাকসুদ জামিল মিন্টুর সুরে আত্মপ্রকাশ পেল জান্নাতে রোম্মান তিথির দ্বিতীয় একক অ্যালবাম ‘শর্ট স্টোরি’। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আরও অনেকে।
‘শর্ট স্টোরি’ অ্যালবামটিতে মোট ৯টি গান রয়েছে। গানগুলো হল- দোলাচল, স্বপ্ন, লুকোচুরি, শূন্যতা, মনের ঘর, কাশবন, বিষণ্ণ কেন তুমি, জ্যোৎস্না জল এবং প্রজাপতি মেয়ে। এখানে ‘দোলাচল’ গানটির সুর করেছেন সঙ্গীতশিল্পী সুমন রাহাত এবং ‘প্রজাপতি মেয়ে’ ও ‘স্বপ্ন’ শিরোনামের গান দুটির সুর করেছেন শিল্পী নিজেই। সঙ্গীতায়োজন করেছেন কলকাতার জয়দ্বীপ চান্দা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইবনে রাজন।
No comments