ইসরাইল থেকে অস্ত্র ও চিকিৎসা সেবা পাচ্ছে সন্ত্রাসীরা : সিরিয়া
সিরিয়ার
পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুআল্লিম বলেছেন, তার দেশে লড়াইরত
সন্ত্রাসীদের অস্ত্র দিচ্ছে ইসরাইল এবং আহত সন্ত্রাসীদের চিকিৎসা করা হচ্ছে
ইসরাইলি হাসপাতালে। তিনি দখলদার ইসরাইলের এইসব তৎপরতার বিষয়ে আন্তর্জাতিক
সমাজের নীরব দর্শকসুলভ ভূমিকার নিন্দা জানিয়েছেন। শুক্রবার নিউইয়র্কে
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ৭০ তম অধিবেশনে মুআল্লিম আরও বলেছেন,
'ইসরাইল সিরিয়ায় হামলা অব্যাহত রেখেছে এবং আহত সন্ত্রাসীদের চিকিৎসা করছে
ইসরাইলি হাসপাতালগুলোতে অথচ বিশ্ব তা দাঁড়িয়ে দেখছে। আর যখনই সন্ত্রাসী
গোষ্ঠীগুলো যুদ্ধক্ষেত্রে ভয়াবহ ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে তখনই তেলআবিব
সিরিয়ায় সরাসরি বিমান হামলা চালিয়ে অথবা গোলাবর্ষণ করে হস্তক্ষেপ করছে।'
সিরিয়ার সরকার সন্ত্রাস-বিরোধী যুদ্ধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে
তিনি উল্লেখ করেন। মুআল্লিম দায়েশ বা আইএসআইএল ও আননুসরার মত চরমপন্থি
গোষ্ঠীগুলোর তৎপরতা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন।
এইসব গোষ্ঠীর প্রতি ইসরাইলের পাশাপাশি তুর্কি, সৌদি ও কাতারি সরকারসহ
বিদেশী সরকারগুলোর সহায়তার নিন্দা জানিয়ে তিনি বলেছেন, এইসব সরকার সিরিয়দের
রক্ত ঝরানোর জন্য প্রতিযোগিতা করছে এবং এর ফলে মূল্য দিতে হচ্ছে নির্দোষ
জনগণকে। দামেস্কের সঙ্গে সমন্বয় না করার কারণে আইএসআইএল-এর অবস্থানে
মার্কিন নেতৃত্বাধীন কথিত বিমান হামলা ব্যর্থ ও অর্থহীন হচ্ছে বলে উল্লেখ
করে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেবল বিমান হামলা চালিয়ে সন্ত্রাসবাদ
মোকাবেলা করা সম্ভব নয়। কেবল সিরিয়ার সরকারি সেনারাই দেশটিতে সন্ত্রাসীদের
বিরুদ্ধে যুদ্ধ করছে এবং রাশিয়া সিরিয়ার অনুরোধে ও সিরিয় সরকারের সঙ্গে
সমন্বয় করে সন্ত্রাসীদের ওপর যে বিমান হামলা চালাচ্ছে তা সন্ত্রাস বিরোধী
অভিযানে সুফল বয়ে আনছে বলেও তিনি মন্তব্য করেন। দামেস্ক সিরিয় সংকট
সমাধানের জন্য সিরিয়দের নেতৃত্বাধীন আলোচনায় বসতে এবং এই সংকটের
শান্তিপূর্ণ সমাধানের উদ্দেশ্যে জাতিসংঘের পক্ষ থেকে আলোচনার আয়োজন করা হলে
তাতেও যোগ দিতে প্রস্তুত রয়েছে বলে সিরিয় পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।
তিনি আরও বলেছেন, সিরিয়ার সরকারি সেনারা সন্ত্রাসীদের পরাজিত করতে সক্ষম।
আর তাই কোনো দুর্বলতা নিয়ে আলোচনায় বসবে না দামেস্ক। স্ববাধীন ফিলিস্তিন
রাষ্ট্র প্রতিষ্ঠা ও ফিলিস্তিনি শরণার্থীদের স্বদেশে ফেরত আসার অধিকারের
প্রতি দামেস্কের সমর্থন অব্যাহত থাকবে বলে মুআল্লিম উল্লেখ করেছেন-আইআরআইবি
No comments