দাঁত ভেঙে চোখ উপড়ে ফেলা হয়
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের কারাগারের নামে টর্চার সেলের বর্বর নির্যাতন নিয়ে নতুন একটি গ্রন্থ প্রকাশ পেয়েছে। বইটিতে প্রকাশিত ৪৫ হাজার ছবিতে ফুটে উঠেছে কারাবন্দি আসাদবিরোধীদের নির্মম নির্যাতনের চিত্র। শুক্রবার ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করে অমানবিক খুনি স্বৈরশাসক আসাদের বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছে। একই সঙ্গে বর্বর আসাদকে সমর্থনের জন্য রাশিয়ার সমালোচনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সিজার নামে সিরিয়ার একজন সামরিক ফটোগ্রাফার গোপনে ওই চিত্রগুলো ধারণ করেন। সেনাবাহিনীর ফরেনসিক বিভাগের সহকারী হিসেবে তিনি আসাদের পক্ষে কাজ করতেন।
ছবিগুলো নিয়ে একটি বই লিখেছেন ফরাসি লেখক গারান্স লি কাইসনি। অপারেশন সিজার নামের ওই বইয়ে প্রকাশিত ছবিতে দেখা যায়, কারাবন্দি আসাদবিরোধীদের নির্যাতন করে চোখ উপড়ে ফেলা হচ্ছে। কারও দাঁত ভেঙে দেয়া হচ্ছে। চা গরম করার মতো স্টোভে বসিয়ে শরীর ঝলসে দেয়া হচ্ছে অনেক বন্দির। আসাদ সরকারের বিরুদ্ধে যারা বিক্ষোভে অংশ নিয়েছিল, তারাই সবচেয়ে বেশি প্রতিহিংসার শিকার। ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে তিনি ওই ফটোগুলো তুলেছিলেন। নির্মম নির্যাতনের এ সত্য খবর পৃথিবীকে জানাতে জীবনের ঝুঁকি নেন সিজার। গোপনে সেই ছবিগুলো সিরিয়ার বাইরে পাঠিয়ে দেন। সিজার বলেন, এমন কিছু (নির্যাতন) আমি কোনোদিন দেখিনি। এখন আমি আমার জীবন নিয়ে শংকিত।
No comments