যুদ্ধের জন্য নতুন টর্পেডো ওয়াটারক্র্যাফ্ট বানিয়েছে ইরান
সমুদ্রভিত্তিক
লড়াইয়ের জন্য নতুন ধরনের যুদ্ধযান তৈরি করেছে ইরান। সম্পূর্ণ দেশীয়
প্রযুক্তিতে তৈরি টর্পেডো সজ্জিত এ ওয়াটারক্র্যাফ্ট সমুদ্রের পানির ওপর ও
নিচেই একইভাবে চলতে পারবে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এ যুদ্ধযান তৈরি করেছে এবং আজ (শনিবার) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নতুন এ সামরিক যানের নাম দেয়া হয়েছে ‘জুলফিকার’ এবং আজ তা প্রথমবারের মতো জনসমক্ষে দেখানো হয়।
১৭ মিটার লম্বা এ যুদ্ধযান ২২ টন অস্ত্র ও গোলাবারুদ নিয়ে সমুদ্রে ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে চলাফেরা করতে পারবে। এ যান চার মিটার লম্বা টর্পেডো বহন করতে সক্ষম যা শত্রুর বিমানবাহী যুদ্ধজাহাজ ধ্বংস করতে সক্ষম। ইরানের তৈরি নতুন এ ওয়াটারক্র্যাফটের ওজন ২০০ টন।
সাম্প্রতিক বছরগুলোতে ইরান সামরিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে এবং এক ধরনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এ যুদ্ধযান তৈরি করেছে এবং আজ (শনিবার) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নতুন এ সামরিক যানের নাম দেয়া হয়েছে ‘জুলফিকার’ এবং আজ তা প্রথমবারের মতো জনসমক্ষে দেখানো হয়।
১৭ মিটার লম্বা এ যুদ্ধযান ২২ টন অস্ত্র ও গোলাবারুদ নিয়ে সমুদ্রে ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে চলাফেরা করতে পারবে। এ যান চার মিটার লম্বা টর্পেডো বহন করতে সক্ষম যা শত্রুর বিমানবাহী যুদ্ধজাহাজ ধ্বংস করতে সক্ষম। ইরানের তৈরি নতুন এ ওয়াটারক্র্যাফটের ওজন ২০০ টন।
সাম্প্রতিক বছরগুলোতে ইরান সামরিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে এবং এক ধরনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
No comments