জেরুজালেমে সহিংসতা : জরুরি বৈঠকে নিরাপত্তা পরিষদ
ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে আলোচনা করতে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ আজ শুক্রবার এক জরুরি আলোচনায় বসতে যাচ্ছে। স্থানীয় সময় বেলা ১১টায় (গ্রিনিচ সময় ১৫০০টা) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কূটনীতিকরা একথা জানিয়েছেন।
বৃহস্পতিবার আরব বিশ্বের রাষ্ট্রদূতদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর নিরাপত্তা পরিষদের সদস্য জডার্নের অনুরোধে এ জরুরি বৈঠক হতে যাচ্ছে। বৈঠকে রাষ্ট্রদূতরা জেরুজালেমের অবনতিশীল পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।
জাতিসঙ্ঘ মহাসচিব বান কি-মুন কয়েক সপ্তাহের সহিংসতার ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে শান্ত থাকার জন্য বারবার আহবান জানান। সেখানে এ সহিংসতায় কমপক্ষে ৩০ জন ফিলিস্থিনি নাগরিক নিহত হয়েছেন।
ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর সাংবাদিকদের বলেন, ‘সেখানের পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ’ এবং তিনি পরিস্থিতি শান্ত করতে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদকে অর্পিত দায়িত্ব পালনের আহবান জানান।
বৃহস্পতিবার জেরুজালেমে ব্যাপকভাবে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার আরব বিশ্বের রাষ্ট্রদূতদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর নিরাপত্তা পরিষদের সদস্য জডার্নের অনুরোধে এ জরুরি বৈঠক হতে যাচ্ছে। বৈঠকে রাষ্ট্রদূতরা জেরুজালেমের অবনতিশীল পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।
জাতিসঙ্ঘ মহাসচিব বান কি-মুন কয়েক সপ্তাহের সহিংসতার ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে শান্ত থাকার জন্য বারবার আহবান জানান। সেখানে এ সহিংসতায় কমপক্ষে ৩০ জন ফিলিস্থিনি নাগরিক নিহত হয়েছেন।
ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর সাংবাদিকদের বলেন, ‘সেখানের পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ’ এবং তিনি পরিস্থিতি শান্ত করতে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদকে অর্পিত দায়িত্ব পালনের আহবান জানান।
বৃহস্পতিবার জেরুজালেমে ব্যাপকভাবে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
No comments