পাকিস্তানের পরমাণু স্থাপনায় ভারতের হামলার আশঙ্কা করেছিলেন রিগ্যান
পাকিস্তানের
পরমাণু স্থাপনাগুলোতে ভারত হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন
মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান। তবে পাকিস্তান যাতে পরমাণু বোমা
বানানোর জন্য পর্যাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না পারে, সে আশ্বাসও
পেয়েছিলেন ওই সময়ের পাকিস্তান প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হকের কাছ থেকে।
বিনিময়ে পাকিস্তানকে বিপুল আর্থিক ও সামরিক সহায়তা করেছিলেন রিগ্যান। অতি সম্প্রতি প্রকাশিত একটি গোপন নথিতে এ তথ্য প্রকাশিত হয়েছে। ইউএস
ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভের প্রকাশিত নথিতে দেখঅ যায়, জেনারেল জিয়াউল হক
ওই সময়ের মার্কিন প্রেসিডেন্ট রিগ্যানকে আশ্বাস দিয়েছিলেন, পাকিস্তান ৫
শতাংশের বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না। এর বিনিময়ে পাকিস্তান বিপুল আর্থিক
ও আধুনিক সামরিক সহায়তা পেয়েছিল। রিগ্যান ১৯৮৪ সালের ১২ সেপ্টেম্বর
জিয়াকে এক চিঠিতে বলেন, আপনি রাষ্ট্রদূতকে ৫ শতাংশের বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ
না করার যে আশ্বাস দিয়েছেন, আমি তার প্রশংসা করছি। ওই চিঠিতেই রিগ্যান আশঙ্কা প্রকাশ করেছিলেন, পাকিস্তানের পরমাণু স্থাপনাগুলো গুঁড়িয়ে দিতে অন্যান্য দেশ আগাম হামলা চালাতে পারে।
No comments