আপনার পিসির অচল ডিভাইস খুঁজে বের করবেন যেভাবে by রায়হানুল হাসীব
মাদারবোর্ড কিংবা সিপিউতে কোন ডিভাইস ডি-অ্যাক্টিভেট থাকলে নিজেই সহজে খুঁজে বের করুন। ডেস্কটপ এর মাই কম্পিউটারে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করুন। সেখান থেকে ম্যানেজ অপশনটি সিলেক্ট করতে হবে, এরপর ডিভাইস ম্যনেজার অপশন খুঁজে বের করে ক্লিক করুন। তারপর আপনার সব ডিভাইস গুলো দেখতে পাবেন। অর্থাৎ আপনার কম্পিউটার এর মাদারবোর্ড এবং সিপিউ তে যে সকল ডিভাইস সংযুক্ত আছে সে গুলোই দেখাবে। যেমন প্রথমে কম্পিউটার, ডিস্ক ড্রাইভ, ডিসপ্লে এডাপ্টার, এবং এভাবে যতোগুলো ডিভাইস আছে সব গুলোই দেখাবে। যদি কোনটার উপর হলুদ রঙ এর আশ্চর্যবোধক চিহ্ন দেখায় তাহলে বুঝতে হবে ওই ডিভাইসটি ডি-অ্যাক্টিভেট আছে কিংবা ওই ডিভাইসটি অচল রয়েছে। এইভাবে নিজেই নিজের কম্পিউটার এর ডিভাইসটি সমস্যা খুঁজে বের করতে পারেন।
No comments