মা হলেন বান্ধবী পুতিন উধাও!
রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিনের হঠাৎ গায়েব হয়ে যাওয়া নিয়ে মস্কোজুড়ে নানা গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে। এরই মধ্যে খবর পাওয়া গেছে পুতিনের দীর্ঘদিনের বান্ধবী অ্যালিনা কাভায়িভা (৩১) সুইজারল্যান্ডে সন্তানের জন্ম দিয়েছেন। আর পুতিন নাকি সেখানেই গেছেন। শুক্রবার সুইজারল্যান্ডের একটি ট্যাবলয়েড দেশটির একজন স্থানীয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। ট্যাবলয়েডটির দাবি, সম্প্রতি বান্ধবী কাভায়িভাকে নিয়ে সুইজারল্যান্ড আসেন পুতিন। বলতে গেলে সবার অগোচরেই লুনাগোর কাছাকাছি সেন্ট অ্যানা নামে একটি বেসরকারি ক্লিনিকে বান্ধবীকে ভর্তি করান। সেন্ট অ্যানা ক্লিনিক স্ত্রীরোগ চিকিৎসার জন্য ধনী রাশিয়ানদের কাছে বেশ জনপ্রিয়। তবে পুতিনের হঠাৎ অন্তর্ধান নিয়ে মস্কোজুড়ে চলছে নানা কানাঘুষা। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে পুতিনকে জনসমক্ষে দেখা যায়নি।
এমনকি অংশ নেননি কোনো রাষ্ট্রীয় বৈঠকেও। প্রসঙ্গত, কাভায়িভা পুতিনের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত। তার কারণেই প্রথম স্ত্রী লুধিয়ানার সঙ্গে বিচ্ছেদ ঘটেছিল। জানা গেছে, পুতিনের অনুপস্থিতির কারণেই স্থগিত করা হয়েছে তার কাজাখস্তান সফর। এছাড়া পিছিয়ে দেয়া হয়েছে দক্ষিণ ওসেটিয়ার সঙ্গে রাশিয়ার একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানও। এমনকি পুতিনকে দেখা যায়নি দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফএসবি’র বার্ষিক বৈঠকেও। পুতিনকে সর্বশেষ দেখা গেছে, ৫ মার্চ। সেদিন তিনি ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির সঙ্গে বৈঠক করেন। মস্কোজুড়ে গুঞ্জন রয়েছে, ৬২ বছর বয়সী পুতিন ‘স্ট্রেন ফ্লু’ সংক্রমণের শিকার হয়েছেন। কারণ মস্কোজুড়ে বর্তমানে এখন স্ট্রেন ফ্লুর প্রকোপ দেখা দিয়েছে। তবে রাষ্ট্রীয়ভাবে এ তথ্য এখনও নিশ্চিত করা হয়নি। রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ পুতিনের অসুস্থ হওয়ার খবর অবশ্য উড়িয়ে দিয়েছেন। পুতিন সুস্থ আছেন বলেই জানিয়েছেন তিনি। টেলিগ্রাফ, এনডিটিভি।
No comments