ভেঙে পড়ছে বাংলাদেশের অর্থনীতি
বাংলাদেশের
অর্থনীতি টালমাটাল অবস্থায় রয়েছে। বাণিজ্য প্রতিষ্ঠানগুলোর অনুমান, ৯ই
মার্চ পর্যন্ত বাংলাদেশের অর্থনীতিতে ইতিমধ্যে ২১৭০ কোটি মার্কিন ডলারের
ক্ষতি হয়েছে। রপ্তানিকারকরা বলছেন, রপ্তানি রাজস্ব গত অর্থবছরের তুলনায়
কমেছে ৩০-৪০ শতাংশ। এদিকে, সরকার আর ২০ দলীয় জোট যথারীতি তাদের নিজস্ব
অবস্থানে অনড়। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র সঙ্কট নিরসনে উভয় পক্ষের মধ্যে
সংলাপের আহ্বান জানালেও ক্ষমতাসীন দল এতে আগ্রহী নয়। গতকাল আল-জাজিরার এক
প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়, ঢাকা ভিত্তিক মানবাধিকর
সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী ৬ই জানুয়ারি বিরোধী দলগুলোর
অবরোধ কর্মসূচি শুরু করার পর থেকে কমপক্ষে ১১২ জন নিহত হয়েছে (৩রা মার্চ
পর্যন্ত)। এর মধ্যে পেট্রলবোমা হামলায় মৃত্যু হয়েছে ৭২ জনের। আর বাকি ৪০ জন
নিহত হয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হেফাজতে। এদের বেশিরভাগই বিরোধী
দলগুলোর কর্মী। পেট্রোলবোমা হামলার শিকার হয়েছে প্রায় ১২০০ যানবাহন।
বিরোধীরা এসব পেট্রোলবোমা হামলার দায় অস্বীকার করেছে। তারা দোষারোপ করছে
ক্ষমতাসীন দল সংশ্লিষ্ট কর্মীদের। ৫ই জানুয়ারি গত বছরের নির্বাচনের
বছরপূর্তিতে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করার লক্ষ্যে ২০ দলীয় রাজনৈতিক জোট
সমাবেশ করতে চেয়েছিল। ২০১৪’র ওই নির্বাচনের সমালোচনা করেছিল আন্তর্জাতিক
সম্প্রদায়। ২০ দলীয় জোট নির্বাচনটি বর্জন করে। বিরোধী দলগুলোর প্রতিবাদ
কর্মসূচীর অনুমতি দেয়ার পরিবর্তে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বাংলাদেশী সরকার
খালেদা জিয়াকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে। গ্রেপ্তার করে বিরোধী জোটের অনেক
নেতাকে। এর জবাবে খালেদা জিয়া ৬ই জানুয়ারি থেকে দেশব্যাপী অবরোধের ডাক
দেয়। ঢাকা ভিত্তিক সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক অধ্যাপক
মুস্তাফিজুর রহমান বলেন, সকল শ্রেণী পর্যায়ের মানুষ, সকল খাতের
স্টেকহোল্ডার প্রত্যেকেই রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সামাজিক-মানসিক নিরাপত্তাহীনতা ছাড়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি।
দেশী-বিদেশী বিনিয়োগ কমছে আর কমছে বৈদেশিক কাজের অর্ডার। এফবিসিসিআই-এর
ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ হেলাল উদ্দিন আল-জাজিরাকে বলেন, হরতাল অবরোধে
অর্থনীতিতে আনুমানিক দৈনিক আর্থিক ক্ষতি হচ্ছে ২৭০০ কোটি টাকা। বিজিএমইএ’র
তথ্যমতে পোশাক শিল্পে প্রতিদিন ৩৭ কোটি ৫০ লাখ টাকা ক্ষতি হচ্ছে।
বিকেএমইএ’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম আলি আল-জাজিরাকে বলেন,
২০১৪-২০১৫ অর্থবছরে রপ্তানি রাজস্বে আমরা ২৭০০ কোটি ডলারের টার্গেট হয়তো
অর্জন নাও করতে পারি। আর তাহলে এটা হবে কয়েক বছরের মধ্যে প্রথম যে,
বাংলাদেশের তৈরি পোশাক শিল্প তাদের রপ্তানি রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে
ব্যর্থ হবে। এদিকে, সঙ্কট নিরসনে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের পক্ষ থেকে সরকার
ও বিরোধীদের সংলাপে বসার আহ্বান জানানো হলেও ক্ষমতাসীন দল আগ্রহী নয়।
ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ গত দুই
মাসের পেট্রলবোমা হামলা এবং অন্যান্য নৃশংসতাকে, নাশকতামূলক এবং সন্ত্রাসী
কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন। তিনি আল-জাজিরাকে বলেন, এসব হামলা এবং
ধ্বংসযজ্ঞ রাজনৈতিক কর্মকাণ্ড নয়। সরকার আর সন্ত্রাসীদের মধ্যে কোন সংলাপ
হতে পারে না তারা যখন নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত। অবরোধ ছাড়াও ২০ দলীয়
জোট হরতাল পালন করে আসছে। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ
স্বাক্ষরকৃত সাম্প্রতিক এক বিবৃতিতে ২০ দলীয় জোট ২রা মার্চ থেকে
ক্রসফায়ারের নামে বিরোধী সদস্যদের হত্যার নিন্দা, গণগ্রেপ্তারে প্রতিবাদ
এবং গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনার দাবি জানিয়ে হরতালের ডাক দিয়েছে।
উভয় পক্ষই তাদের অবস্থানে অনড়। উদ্ভূত পরিস্থিতিতে দৈনন্দিন জীবন ব্যাহত
হচ্ছে জনসাধারণের। দিনমজুর, ব্যবসায়ীসহ সব পেশাজীবী মানুষের জীবনের ঝুঁকি
নিয়ে বাইরে বের হওয়া ছাড়া কোন গত্যন্তর নেই।
No comments