এয়ারএশিয়া বিমানটির ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার
ইন্দোনেশিয়ায়
এয়ারএশিয়া কর্তৃপক্ষের ডুবুরিরা বিধ্বস্ত কিউজেড৮৫০১ বিমানটির ব্ল্যাক
বক্স উদ্ধার করেছেন। বিমানটির ব্ল্যাক বক্সে রেকর্ডকৃত তথ্যের সাহায্যে
তদন্ত কর্মকর্তারা দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ শনাক্ত করতে পারবেন বলে আশা
করা হচ্ছে। ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা ‘ব্যামব্যাং
সোয়েলিস্তিয়ো’ জানিয়েছে, বিধ্বস্ত বিমানটির গুরুত্বপূর্ণ দ্বিতীয় ডিভাইসটি
উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা। বিমানটির ককপিটের ‘ভয়েস
রেকর্ডার’ উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান কর্মকর্তারা। এ খবর
দিয়েছে অনলাইন বিবিসি। গত ২৮শে ডিসেম্বর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ১৬২
আরোহীসহ নিখোঁজ হয় বিমানটি। ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুরের
উদ্দেশে আকাশে উড়েছিল বিমানটি। খারাপ আবহাওয়ায় পথিমধ্যে জাভা সমুদ্রে
বিধ্বস্ত হয় বিমানটি। এ পর্যন্ত বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে
ধারণা করা হচ্ছে, বিমানটির দুমড়ানো-মুচড়ানো অবকাঠামোর মধ্যে অধিকাংশ মৃতদেহ
রয়েছে। কিন্তু, সেই অবকাঠামোটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
No comments