ঢাকা ছাড়ছেন হিদার ক্রুডেন- প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা কম by মিজানুর রহমান
ঢাকা
ছাড়ছেন কানাডার হাই কমিশনার হিদার ক্রুডেন। ১৪ই জানুয়ারি তার নতুন
কর্মস্থল ইসলামাবাদে যোগ দিতে বাংলাদেশ ছেড়ে যাবেন তিনি। গতকাল বিকালে
প্রেসিডেন্ট আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন তিনি। তার কাছ থেকে
আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন। একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী
শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাতের অ্যাপয়েন্টমেন্ট চেয়ে অপেক্ষায় রয়েছেন
প্রায় ৩ বছর বাংলাদেশে দায়িত্বপালনকারী ওই কূটনীতিক। বেশ কয়েক সপ্তাহ আগে
সরকার প্রধানের অ্যাপয়েন্টমেন্ট চেয়ে কূটনৈতিক পত্র পাঠায় ঢাকাস্থ
কানাডিয়ান হাই কমিশন। পররাষ্ট্র দপ্তর প্রধানমন্ত্রীর কার্যালয়কে এটি
জানিয়ে সাক্ষাতের সময়ও প্রার্থনা করে। গতকাল একাধিক সূত্র মানবজমিনকে
নিশ্চিত করে- এখনও প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে হ্যাঁ বা না কোন কিছুই
বলা হয়নি। এক কূটনীতিক বলেন, এমন পরিস্থিতি গত মাসে মার্কিন রাষ্ট্রদূত
ড্যান মজিনার বেলায়ও ঘটেছিল। বিদায়ের তিন সপ্তাহ আগে প্রেসিডেন্ট ও
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ চেয়ে কূটনৈতিক পত্র পাঠিয়েছিল ঢাকাস্থ
মার্কিন দূতাবাস। সে সময় প্রেসিডেন্টের সাক্ষাৎ পেলেও প্রধানমন্ত্রীর দেখা
পাননি মজিনা। যদিও তিনি শেষ দিন পর্যন্ত অপেক্ষায় ছিলেন। এবার কানাডিয়ান
হাই কমিশনারও প্রেসিডেন্টের সাক্ষাৎ পেয়েছেন। আর মাত্র দু’দিন ঢাকায় আছেন
হিদার ক্রুডেন। এ সময়ে তিনি প্রধানমন্ত্রীর দেখা পাবেন কি-না জানতে চাইলে
পররাষ্ট্র দপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, সম্ভাবনা খুবই কম।
প্রধানমন্ত্রী আগামী দু’দিন ব্যস্ত থাকবেন বলেও জানান তিনি।
সম্পর্ক উন্নয়নের আশাবাদ: এদিকে কানাডিয়ান হাই কমিশনারের সঙ্গে বিদায়ী সাক্ষাতে দু’দেশের মধ্যকার চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা স্মরণ করে প্রেসিডেন্ট আবদুল হামিদ আশা প্রকাশ করেন ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার হবে। প্রেসিডেন্টের প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে একথা জানান। প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ বাংলাদেশে সফলভাবে দায়িত্ব পালনের জন্য হিদার ক্রুডেনকে ধন্যবাদ জানান। হাই কমিশনার বলেন, কানাডা বাংলাদেশের প্রাথমিক শিক্ষা এবং মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা সমপ্রসারিত করবে। তার দেশ সব সময় বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতাকে গুরুত্ব দেয়। এ সময় প্রেসিডেন্ট কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
সম্পর্ক উন্নয়নের আশাবাদ: এদিকে কানাডিয়ান হাই কমিশনারের সঙ্গে বিদায়ী সাক্ষাতে দু’দেশের মধ্যকার চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা স্মরণ করে প্রেসিডেন্ট আবদুল হামিদ আশা প্রকাশ করেন ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার হবে। প্রেসিডেন্টের প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে একথা জানান। প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ বাংলাদেশে সফলভাবে দায়িত্ব পালনের জন্য হিদার ক্রুডেনকে ধন্যবাদ জানান। হাই কমিশনার বলেন, কানাডা বাংলাদেশের প্রাথমিক শিক্ষা এবং মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা সমপ্রসারিত করবে। তার দেশ সব সময় বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতাকে গুরুত্ব দেয়। এ সময় প্রেসিডেন্ট কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
No comments