নাশকতা ঠেকাতে রেলে ৮,০০০ আনসার
বিরোধী
২০-দলীয় জোটের চলমান অবরোধে রেলপথের নিরাপত্তা বাড়াতে রেলপথ মন্ত্রণালয়
এবার সারা দেশে ৮০০০ আনসার-ভিডিপি নিয়োগের প্রক্রিয়া চলছে বলে সংবাদ
সম্মেলনে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক। নিয়োগপ্রাপ্ত এসব আনসার
ভিডিপি রেলের নিয়মিত বাহিনী জিআরপি ও আরএনবির পাশাপাশি দায়িত্ব পালন করবে
বলে জানানো হয়েছে। গতকাল রেললাইন, ট্রেন ও অন্যান্য রেল স্থাপনাতে নাশকতা
বন্ধে রেলভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী
সাংবাদিকদের এ কথা জানান। এছাড়া বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব
কমল কৃষ্ণ ভট্টাচার্যকে প্রধান করে ১২ সদস্য বিশিষ্ট একটি রেল নিরাপত্তা ও
মনিটরিং কমিটিও গঠন করা হয়েছে। এতে পুলিশ, আনসার, স্থানীয় সরকার
মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি রাখা হয়েছে। এ কমিটি
সার্বক্ষণিক মনিটর করবে। তবে কোন পয়েন্টে কতজন আনসার-ভিডিপি নিযুক্ত থাকবে
সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক।
মন্ত্রী বলেন, জনগণকে নিরাপদে গন্তব্যে পৌঁছানো আমাদের দায়িত্ব। এজন্য
স্থানীয় প্রতিনিধিদের সহায়তাও নেয়া হবে। ইতিমধ্যে ট্রেনে অগ্রিম পেট্রোলিং
ব্যবস্থা চালু করা হয়েছে। বর্তমানে ৩৩৪টি ট্রেনই নিয়মিত চলাচল করছে।
অবরোধের কারণে কোনও ট্রেন বন্ধ নেই। শিডিউল বিপর্যয়ের বিষয়টি স্বীকার করে
মন্ত্রী বলেন, বিপদকালীন ট্রেন চলাটাই মুখ্য বিষয়। শিডিউল বিপর্যয় কোনও
গুরুত্বপূর্ণ বিষয় নয়। ঝুঁকিপূর্ণ পয়েন্টে কতজন আনসার-ভিডিপি নিয়োগ করা হবে
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনও
সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আমাদের আলোচনা চলছে। এমনকি আনসার বাহিনীর সদস্যরা
কবে থেকে মাঠে নামবে সে প্রশ্নেরও সোজা জবাব না দিয়ে মন্ত্রী বলেন, এটা
হাইকমান্ডের বিষয়। হাইকমান্ডের অনুমোদন নেয়া হবে। এরপর ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত রেলপথ সচিব মো. মনসুর আলী সিকদার, রেলওয়ের
মহাপরিচালক মো. আমজাদ হোসেন, আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মো.
নাজিম উদ্দীন উপস্থিত ছিলেন।
No comments