‘২০১৯ সালের আগে নির্বাচনের ট্রেন আসবে না’ -নাসিম
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ৫ই জানুয়ারি নির্বাচন না হলে দেশে এখন মার্শাল ‘ল’ হতো। আমরা নেতাকর্মীরা জেলে থাকতাম। নির্বাচন হওয়ার কারনেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। খালেদা জিয়া আন্দোলনের মাঠে যাই বলুক তাকে মনে রাখতে হবে। নির্বাচনের ট্রেন ছেড়ে গেছে। আগামী ২০১৯ সালের আগে সেই ট্রেন আর আসবে না। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের জঙ্গী দমন হয়েছে। দেশে আর ২১শে আগস্ট গ্রেনেড হামলা, রমনার বটমুলে বোমাবাজি, দেশজুড়ে বোমাবাজির মতো ঘটনা ঘটেনা। আওয়ামী লীগের নেতাকর্মীরা অপরাধ করলেও আইনের আওতায় আসতে হচ্ছে। মনে রাখতে হবে, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যে ভাবে এগিয়ে যাচ্ছে। আগামীতে বিএনপি-জামায়াত জোটের ডাকে মানুষ আর সারা দেবে না। তাই তারা সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচারে ব্যস্ত রয়েছে। এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদ প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস, প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, আব্দুল মজিদ মন্ডল এমপি, রায়গঞ্জ-তাড়াশ আসনে এমপি হিসাবে জয়ের পথে থাকা গাজী, আমজাদ হোসেন মিলন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এড. কে, এম হোসেন আলী হাসান, সহ-সভাপতি এড. আব্দুর রহমান পিপি, সিরাজুল ইসলাম খান, আবু ইউসূফ সূর্য্য, আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, মোস্তফা কামাল খান ও এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেদুল ইসলাম সিরাজ বক্তব্য রাখেন। পরে কেজি মোড়ে সন্মেলনের ২য় অধিবেশন শুরু হয়।
No comments